আবার আপসেটের শিকার দক্ষিন আফ্রিকা, কেনিয়ার কাছে বড় ব্যবধানে লজ্জাজনক হার প্রোটিয়াদের
২০২৩ বিশ্বকাপে আমরা বড় দলগুলির সাথে ঘটে যাওয়া আপসেট দেখেছি। এবারেও দক্ষিণ আফ্রিকাকে (Cricket South Africa) হারিয়ে...২০২৩ বিশ্বকাপে আমরা বড় দলগুলির সাথে ঘটে যাওয়া আপসেট দেখেছি। এবারেও দক্ষিণ আফ্রিকাকে (Cricket South Africa) হারিয়ে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। একই সময়ে ইংল্যান্ডকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল আফগানিস্তান। তবে এবার আবার একই দৃশ্য দেখা গেল আফ্রিকান গেমসে (African Games 2024)। দক্ষিণ আফ্রিকাকে ৭০ রানে হারিয়ে বড় অঘটন ঘটায় কেনিয়া।
টস জিতে প্রথমে ব্যাট করে কেনিয়ার স্কোর দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান। ২০০৩ সালের আইসিসি বিশ্বকাপের কিংবদন্তি কলিন্স ওবুয়া ৪৭ বলে ৫৮ রান করেন, যার ব্যাট থেকে ৭টি চার ও ২টি ছক্কা। এছাড়া কেনিয়ার বর্তমান অধিনায়ক রাকেপ প্যাটেল ২৫ বলে ২৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার হেনরিখ পিটার্স নেন ২ উইকেট। এছাড়া ডিলান বেস্টার, জেসন ও জেসি প্রোডেল ১টি করে উইকেট নেন। তবে, কোনওভাবে কেনিয়া একটি শালীন স্কোরে পৌঁছেছিল। দক্ষিণ আফ্রিকার সামনে ১৪২ রানের টার্গেট দিয়েছিল তারা।
১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তাদের হতাশাজনক ব্যাটিং এবং কেনিয়ার বিস্ময়কর বোলিং সবাইকে অবাক করেছে। ১৫ ওভারে মাত্র ৭১ রান করেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। কেনিয়ার অর্ণব প্যাটেল মাত্র ১৫ রানে ৫ উইকেট নিলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে। ভ্যান হার্ডেন ও কিগান লায়ন-ক্যাশেটের ৩৬ রানের সংক্ষিপ্ত পার্টনারশিপ সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা দল হোঁচট খায় এবং মাত্র ১৬ রানে শেষ সাত উইকেট হারায় তারা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন অধিনায়ক ভ্যান হার্ডেন। কেনিয়ার হয়ে অর্ণব ছাড়াও লুকাস ও শেম ২টি করে উইকেট নেন এবং জেরার্ড মেন্ডওয়া ১টি উইকেট নেন। নিজেদের পরের ম্যাচে উগান্ডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ঘানার মুখোমুখি হবে কেনিয়া।