বারবার অসফল হওয়ায় এবার RCB ছাড়ার পরামর্শ পিটারসনের, যোগ দিতে বললেন আরেক ট্রফি বিহীন দলে

আবারও একবার স্বপ্নভঙ্গ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ভক্তদের। প্রতি বছরের মতো এবারেও ট্রফি জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাদের। এবার আইপিএলেও (IPL 2024) ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় প্রথমে রয়েছেন তিনি। নিজের সমস্তটা উজাড় করে দিলেও, শেষমেষ এবারে এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে হেরে ফিরতে হয় তাদের।

ম্যাচ শেষে খুবই উদাসীন দেখাচ্ছিলো বিরাট কোহলিকে। কারণ ব্যাটিং এবং ফিল্ডিংয়ে নিজের ১০০ শতাংশ দেওয়ার পরেও গতকাল এলিমিনেটর হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় আরসিবিকে। নিজের দিক থেকে কোনোরকম ত্রুটি রাখেন না বিরাট কোহলি, তারপরেও বারংবার ব্যর্থ হতে হয় তাকে। এমনকি ভক্তদের পাশাপাশি আবারও একবার মন ভেঙ্গেছে বিরাটের। কারণ, এবার প্লে অফে পৌঁছানোর আশা প্রায় ক্ষীণ ছিল আরসিবির সামনে, কিন্তু তারপরেও ৬ ম্যাচে ৬ টিতে জিতে এতদূর এসেছিল তারা। কিন্তু প্লে অফে প্রথম ম্যাচেই হারের শিকার হতে হয়েছে তাদের।

আইপিএলের ইতিহাসে এই নিয়ে ১৭ বছর কেটে গেলেও, এখনো ট্রফির দেখা নেই আরসিবির শিবিরে। এদিকে গতকাল রাজস্থানের কাছে আরসিবি হেরে যাওয়ায় অনেকেই বিরাট কোহলিকে নিয়ে অনেক কথা বলেছেন, অনেক অভিজ্ঞ ক্রিকেটার বিরাটকে পরামর্শ দিয়েছেন আরসিবি ছেড়ে অন্যদলে যাওয়ার জন্য। ঠিক তেমনই, প্রাক্তন ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন (Kevin Pietersen) বিরাট কোহলির সম্পর্কে একই মন্তব্য করেছেন। পিটারসন ধারাভাষ্যকালে বিরাট কোহলির সম্পর্কে বলেন, “আইপিএল ট্রফি জিততে হলে বিরাট কোহলির উচিত আরসিবি ছাড়া, ও দিল্লি ক্যাপিটালসে যেতে পারে।”

যদিও এটা নতুন কিছু নয়, এর আগেও কেভিন পিটারসন বিরাটকে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলার পরামর্শ দিয়েছেন। হতে পারে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বলে হয়তো মাঝেমধ্যেই একথা বলে থাকেন, কিংবা তিনি চান বিরাট ওর নিজের শহরের হয়ে খেলুক। যেহেতু, নিজের সম্পূর্ণ দিয়েও বারংবার আরসিবিকে চ্যাম্পিয়ন করতে ব্যর্থ হয়েছেন বিরাট। তাই তিনি যেন আরসিবিতে আর সময় নষ্ট না করে নিজের শহর দিল্লিতে ফিরে যান। তার কেরিয়ারের বাকি সময়টা নিজের শহরের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলুক, এমনটাই পরামর্শ পিটারসনের।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

47 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago