kolkata-knight-riders-beat-mumbai-indians-by-24-runs-ipl-2024-kkr-write-a-history-at-wankhede-stadium

MI vs KKR: অসম্ভবকে সম্ভব করলো KKR, স্টার্কের পুরনো ফর্মে ১২ বছর পর ওয়াংখেড়ে জয় নাইটদের

আজ এক চিরস্মরণীয় আইপিএল (IPL 2024) ম্যাচের সাক্ষী থাকলো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। যেখানে ১৭০ রান ডিফেন্ড করতে নেমে ঘরোয়া দল মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ২৪ রানে হারিয়ে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই জয় কেকেআরের জন্য শুধু জয় নয়, আজ ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস গড়লো তারা। আজ ১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বাইকে হারিয়ে জয়ের হাসি হাসলো নাইটবাহিনী। অন্যদিকে এই জয়ের সাথে ১৪ পয়েন্টের পাশাপাশি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান আরও মজবুত করলো কেকেআর।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যার কারণে অনিচ্ছা সত্ত্বেও প্রথমে ব্যাট আসতে হয় কেকেআরকে। আর প্রথমে ব্যাট করতে এসে শুরুতে কেকেআরের ব্যাটিং উইনিট একেবারে বিপর্যস্তের মুখে পড়লেও, ভেঙ্কটেশ আইয়ারের ৫২ বলে ৭০ রান এবং মনীশ পান্ডের ৩১ বলে ৪২ রানের ইনিংসের ভিত্তিতে ইনিংস শেষে ১৬৯ এ শেষ করে কেকেআর। এদিকে আজ বল হাতে ৩ টি করে উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ এবং নুয়ান থুসারা।

আজ মুম্বাইকে জিততে হলে কেকেআরের বিপক্ষে তুলতে হত ২০ ওভারে ১৭০ রান। যা এই শিশির আচ্ছন্ন স্টেডিয়ামে খুব একটা কঠিন কাজ ছিল না তাদের জন্যম কিন্তু তারপরেও কেকেআরের বোলিং ইউনিটের সামনে প্রথম থেকেই বিপর্যস্ত হয় মুম্বাইয়ের ব্যাটাররা। প্রথমেই ৭ বলে ১৩ রান করে মিচেল স্টার্কের (Mitchell Starc) শিকার হন ঈশান কিষান। কিছুক্ষণ পর নমন ধীরকে মাত্র ১১ রানে ফেরান বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। অন্যদিকে পরবর্তী ওভারে রোহিত শর্মাও ১১ রান করে সুনীল নারিনের (Sunil Narine) শিকার হন।

এরপরে তিলক বর্মাকে ৪ রানে ফেরান বরুণ। অন্যদিকে নেহাল ওয়াধেরাও ৬ রান করে ফেরেন নারিনের বলে আউট হয়ে। তবে তখন ক্রিজে টিকে ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নেহাল আউটের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ব্যাট হাতে ১ রানে আউট হয়ে যান, তাকে ফেরান আন্দ্রে রাসেল (Andre Russell)। হার্দিকের উইকেটটি হারানোর পর সূর্যের সাথ দিতে ক্রিজে আসেন টিম ডেভিড।

মাত্র ৭১ রানে ৬ উইকেট হারিয়েছিল মুম্বাই। ওই কঠিন পরিস্থিতি থেকে সূর্যকুমার এবং টিম ডেভিড মিলে মূল্যবান ৪৯ রানের পার্টনারশিপ করেন। এরপর সূর্যকুমার ৩৫ বলে ৫৬ রানে আউট হন, তাকে ফেরান আন্দ্রে রাসেল। তিনি আউট হতে ফের উচ্ছ্বসিত অবস্থায় দেখায় নাইট শিবিরকে। কিন্তু তারপরেও টিম ডেভিড এবং জেরাল্ড কোয়েটজি একটি শেষ চেষ্টা করলেও, মিচেল স্টার্কের ধূর্ত বোলিংয়ের সামনে ম্যাচটি ২৪ রানে হারতে হয় মুম্বাইকে। আজ বল হাতে ৪ উইকেট নিয়ে কেকেআরের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্টার্ক।

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের স্কোরকার্ড (Mumbai Indians vs Kolkata Knight Riders Match Scorecard):

কলকাতা নাইট রাইডার্স: ১৬৯ (১৯.৫ ওভার)

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৪৫ (১৮.৫ ওভার)

ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স ২৪ রানে জয়লাভ করেছে।