CSK vs KKR Pitch Report: নারিন-চক্রবর্তীদের দুঃস্বপ্ন! কেমন হতে চলেছে আজ চিপকের পিচ? আবহাওয়া কেমন থাকবে

চলমান আইপিএলের পয়েন্ট তালিকায় এখন প্রতিদিন পালা বদল ঘটছে। ফলে প্রতিটি ম্যাচে ফ্রাঞ্চাইজি দলগুলির দুরন্ত পারফরম্যান্স...
techgup 8 April 2024 11:48 AM IST

চলমান আইপিএলের পয়েন্ট তালিকায় এখন প্রতিদিন পালা বদল ঘটছে। ফলে প্রতিটি ম্যাচে ফ্রাঞ্চাইজি দলগুলির দুরন্ত পারফরম্যান্স সমর্থকদের হৃদস্পন্দনও অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আজ আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ মহারণে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স (Chennai Super Kings vs Kolkata Knight Riders match) মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচের পিচ রিপোর্ট এবং আবহাওয়ার পূর্বাভাস কী বলছে এবার দেখে নেওয়া যাক।

কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলে এখনও পর্যন্ত প্রথম ৩ ম্যাচের মধ্যে প্রতিটি ম্যাচেই জয় তুলে নিয়ে এখন দুরন্ত ফর্মে আছে। শেষ ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১০৬ রানে বিশাল জয় নিশ্চিত করে। এই ম্যাচে নাইটদের হয়ে সুনীল নারিনের সঙ্গে অভিষেক ম্যাচেই অঙ্গকৃষ রঘুবংশী দুরন্ত পারফরম্যান্স করেন। তবে আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের ঘরের মাটিতে জয় তুলে নেওয়া কলকাতার কাছে এতটা সহজ হবে না। কিন্তু এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংস ভালো শুরু করলেও বর্তমানে তারা পরপর দুই ম্যাচে হেরে এখন অনেকটাই পিছিয়ে আছে।

চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ ম্যাচটি আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে।

চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পিচ রিপোর্ট (Chennai Super Kings vs Kolkata Knight Riders match pitch report):-

সাম্প্রতিক সময় চিপকের প্রথম ইনিংসের গড় স্কোর হল ১৮৯, যা অতীতের ম্যাচগুলির থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যাটসম্যানরা এই পিচ থেকে বিশেষ সুবিধা পাবেন। অন্যদিকে এই স্টেডিয়াম স্পিনারদের জন্য সহায়তা করলেও সাম্প্রতিক সময়ের ছবি একেবারেই বদলে গেছে। বর্তমানে এই পিচে বাউন্স থাকায় পেসাররা সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন। উল্লেখ্য পরিসংখ্যান অনুযায়ী এই পিচে প্রথমে ব্যাটিং করা দলের জয়ের সম্ভাবনা বেশি থাকে।‌

চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস (Chennai Super Kings vs Kolkata Knight Riders match weather forecast):-

৮ এপ্রিল চেন্নাইয়ের আকাশ পরিষ্কার থাকতে চলেছে৷ ফলে ম্যাচ চলাকালীন কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং আর্দ্রতা ৭৪ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে। এই সময় হওয়ার গতিবেগ থাকবে ১৩ কিমি/ঘন্টা।

Show Full Article
Next Story