ইডেনে নামতে প্রস্তুত নাইট বাহিনী, বৃষ্টিতে কি ভেস্তে দেবে ম্যাচ? জানুন আজ আবহাওয়া কেমন থাকবে?

শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্বের সবথেকে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। আজ এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে...
techgup 23 March 2024 10:25 AM IST

শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্বের সবথেকে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। আজ এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। রোমাঞ্চকর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কেকেআরের হোমগ্রাউন্ড কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata)। খেলাটি শুরুর হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ টায়।

কেকেআর তাদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই ভক্তদের উত্তেজনা শুরু হয়ে গেছে। এই মুহুর্তে দাঁড়িয়ে ভক্তদের মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে, তা হল আজকে কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ চলাকালীন সেখানকার আবহাওয়া কেমন থাকবে। কারণ, আজ থেকে দুইদিন আগেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত দেখা গিয়েছিল। তাই আজ ম্যাচের সময়ে কোনোরকম বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা, সেই নিয়ে আমরা এই প্রতিবেদনে কথা বলবো।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতায় খেলা চলাকালীন বৃষ্টিপাতের কোনোরকম আশঙ্কা নেই। তাই ২০-২০ পুরোপুরি ৪০ ওভারের খেলা বিনা বাঁধায় অনুষ্ঠিত হবে। যা ভক্তদের কাছে বিরাট সুখবর। আজ সন্ধ্যায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রাও খুব মনোরম থাকবে। মাঠে আর্দ্রতার ভাগ থাকবে ৮২ শতাংশ। এছাড়া ১০ কিমি প্রতিঘন্টা বেগে বাতাসও বইবে।

সব মিলে, আজ ইডেনে ক্রিকেটপ্রেমীদের জন্য অনুকূল একটি ম্যাচ হতে চলেছে। ভক্তরা স্টেডিয়ামে উপস্থিত থেকে খুব ভালোভাবেই ম্যাচ উপভোগ করতে পারবেন। যাই হোক, এই কেকেআর বনাম হায়দ্রাবাদ ম্যাচে আর্দ্রতা খুব বেশি থাকায় ক্রিকেটারদের মাঠের মধ্যে খুব ঘাম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাতের দিকে কিছুটা পরিমাণ কুয়াশা দেখা যাবে। যার কারণে রান তাড়া করা দলের জন্য বেশ সুবিধা হতে পারে।

Show Full Article
Next Story