Mayank Yadav Injury Update: গতকাল চোট পেয়েছেন মায়াঙ্ক, কতটা গুরুতর? টুর্নামেন্টের বাকি ম্যাচ খেলতে পারবেন?

এখনও পর্যন্ত চলমান আইপিএলে (IPL 2024) ক্রিকেটারদের চোট বেশকিছু দলের সমস্যা তৈরি করেছে। সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের...
techgup 8 April 2024 5:28 PM IST

এখনও পর্যন্ত চলমান আইপিএলে (IPL 2024) ক্রিকেটারদের চোট বেশকিছু দলের সমস্যা তৈরি করেছে। সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে আলোচনায় উঠে আসা মায়াঙ্ক যাদবও চোটের মুখে পড়েছেন। ফলে তিনি পরবর্তী ম্যাচে দলের হয়ে মাঠে নামবেন কিনা তা নিয়ে বর্তমানে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার লখনউয়ের অন্যতম তারকা পেসার মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) চোট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।

গতকাল আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস প্রথমে টসে জিতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এরপর মার্কাস স্টয়নিসের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে তারা দুরন্ত শুরু করে। স্টয়নিসের ৪৩ বলে ৫৮ রানে ভর করে শেষ পর্যন্ত লখনউ ৫ উইকেট হারিয়ে মোট ১৬৩ রান সংগ্রহ করে নেয়। দ্বিতীয় ইনিংসে লখনউয়ের হয়ে যশ ঠাকুর এবং ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন।

তবে এই ম্যাচে সমর্থকদের চোখ মায়াঙ্ক যাদবের ওপর ছিল। কিন্তু ম্যাচে মায়াঙ্ক মাত্র ১ ওভার বল করেই চোটের কারণে মাঠের বাইরে চলে যান। এছাড়াও বল করার সময় তিনি সেইরকম ছন্দে ছিলেন না। ফলে ভক্তরা রীতিমতো হতাশ হন এবং মায়াঙ্ক কবে মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে গতকাল ম্যাচের পরে ৩ উইকেট সংগ্রহকারী ক্রুনাল পান্ডিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে সকলকে আশ্বস্ত করেন।

তিনি বলেন, "আমি মায়াঙ্কের সাথে সংক্ষিপ্ত কিছু কথা বলেছি। ও ঠিক আছে বলে মনে হয়েছে যা দলের জন্য একটি স্বস্তির খবর।" ফলে মনে করা হচ্ছে এই পেসার পরবর্তী ম্যাচে দলের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবেন। উল্লেখ্য গতকাল ম্যাচে লখনউ সুপার জায়ান্টস গুজরাট টাইটান্সকে ৩৩ রানে পরাজিত করে। এর ফলে লখনউ বর্তমানে ৬ পয়েন্ট সংগ্রহ করে লিগের পয়েন্ট তালিকায় ৩ নম্বরে অবস্থান করছে।

Show Full Article
Next Story