Lakshya Sen: প্রথম ভারতীয় হিসেবে সেমিফাইনালে প্রবেশ লক্ষ্য সেনের, আর এক জয় দূর পদকের থেকে

ষষ্ঠ দিনটি ভারতের পক্ষে না গেলেও, সপ্তম দিনে ব্যাডমিন্টনে ঐতিহাসিক জয় পেয়েছেন ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার লক্ষ্য সেন।

ANKITA 3 Aug 2024 1:04 AM IST

শুক্রবার এক সপ্তাহে পা বাড়িয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪। ষষ্ঠ দিনটি ভারতের পক্ষে না গেলেও, সপ্তম দিনে ব্যাডমিন্টনে ঐতিহাসিক জয় পেয়েছেন ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার লক্ষ্য সেন। প্রথম পুরুষ ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার হিসাবে অলিম্পিকের সেমিফাইনালের যোগ্যতাঅর্জন করেছেন তিনি। এছাড়াও একইদিনে পদক জয়ের লক্ষ্যে ফাইনালে পৌঁছে গিয়েছেন মানু ভাকের।

একদিন আগেই ভারতীয় তারকা এইচএস প্রণয়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালের যোগ্যতাঅর্জন করেছিলেন ২২ বছর বয়সী ভারতীয় অ্যাথলিট লক্ষ্য সেন। শুক্রবার কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেনের প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপের চৌ তিয়েন চেন। আর ৭৫ মিনিটের লড়াইয়ে এই চৌ তিয়েন চেনকে হারিয়ে ইতিহাস গড়েছেন লক্ষ্য সেন।

ম্যাচের শুরুতে পিছিয়ে ছিলেন লক্ষ্য সেন। প্রথম গেমের বিরতিতে ১১-৯ তে এগিয়ে ছিলেন চৌ তিয়েন চেন। একটা সময় স্কোর ছিল ১৫-১১। কিন্তু তারপরে দারুণভাবে ফেরেন লক্ষ্য সেন। স্ম্যাশের অসাধারণ রিটার্ন শট লক্ষ্যের। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই করে ১৫-১৫ করেন তিনি। তবে দুটি গেম পয়েন্ট পান চাইনিজ তাইপের প্রতিযোগী। শেষমেষ ২১-১৯ পয়েন্টে প্রথম সেট জেতেন চৌ।

তবে প্রথম সেটে পিছিয়ে থেকেও ইতিহাস গড়েন লক্ষ্য সেন। প্রথম সেট চৌ নিজের নাম করলেও, দ্বিতীয় সেটে তাকে ২১-১৫ পয়েন্টের ব্যাবধানে হারায় লক্ষ্য। দ্বিতীয় সেটের পর বরাবর জায়গায় থাকে দুই প্রতিযোগী। অবশেষে তৃতীয় সেটও নিজের নাম করেন লক্ষ্য। তৃতীয় গেমে চৌকে দাঁড়াতেই দেননি লক্ষ্য। আটটি ম্যাচ পয়েন্ট পান এবং ২১-১২ পয়েন্টের ব্যাবধানে সেট জেতেন ভারতীয় তারকা।

Show Full Article
Next Story