এক রাশ রোমাঞ্চ দিতে আবার ফিরছে লেজেন্ড লিগ, অংশ নেবেন এবিডি, স্টুয়ার্ট ব্রডের মত তারকারা

পঞ্চম আসরের রোমাঞ্চ নিয়ে ফিরছে লিজেন্ডস লিগ ক্রিকেট (Legends League Cricket)। অবসর নেওয়া ক্রিকেটারদের এই লিগে এবি ডি...
SUMAN 13 Jun 2024 6:30 PM IST

পঞ্চম আসরের রোমাঞ্চ নিয়ে ফিরছে লিজেন্ডস লিগ ক্রিকেট (Legends League Cricket)। অবসর নেওয়া ক্রিকেটারদের এই লিগে এবি ডি ভিলিয়ার্স (Ab De Villiers), কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ডেভিড মালান ও স্টুয়ার্ট ব্রডের মতো সদ্য অবসর নেওয়া ক্রিকেট কিংবদন্তিদের মাঠে হইচই ফেলতে দেখা যাবে। ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে একটি মাইলফলক মরসুমের পরে, এটি বিশ্বব্যাপী ১.৫৬ বিলিয়ন দর্শকের কাছে পৌঁছেছে এই টুর্নামেন্ট। এখন নতুন রোমাঞ্চ নিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফিরতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট। এরই মধ্যে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

লিগ খেলার সেরা খেলোয়াড়দের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। এবার ভারত ও কাতারের একাধিক ভেন্যুতে হবে টুর্নামেন্টের খেলা। ভারতে গত সফল মরশুমের পর নতুন মরশুমে দেখা যাবে ছয়টি দলকে। ২০২৩ মরসুমে মাল্টি-বিলিয়ন ডলার গ্রুপের মালিকানাধীন ছয়টি ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত ছিল। আরবানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করে মণিপাল টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছিল গত মরসুমে।

এই নতুন মরসুমের লক্ষ্য নতুন খেলোয়াড়দের আকৃষ্ট করা এবং লিজেন্ডস লিগ ক্রিকেটের ফ্যান বেস প্রসারিত করা। গত ডিসেম্বরে ৯টি দেশের ১২০ জনের বেশি খেলোয়াড় অংশ নিয়েছিল। খেলোয়াড় খসড়ার জন্য নিবন্ধন উইন্ডোটি এখন লাইভ হওয়ার সাথে সাথে লিগটি আরও বেশি খেলোয়াড়ের অংশগ্রহণের জন্য উন্মুক্ত। টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়রা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারেন।

একজন খেলোয়াড় কেবল তখনই লিগে অংশ নিতে পারবেন যদি তিনি তার নিজ দেশে কমপক্ষে ২০টি লিস্ট-এ ম্যাচ খেলেন। লেজেন্ডস লিগ ক্রিকেটের সহ-প্রতিষ্ঠাতা রমন রাহেজা জানিয়েছেন, গত বছর ১৪টি দেশের ৪০০ ক্রিকেটার ড্রাফট পুলের জন্য নাম লিখিয়েছিলেন। গত মরসুমে এলএলসিতে খেলা কিংবদন্তিদের গড় বয়স ছিল প্রায় ৩৭ বছর। সুরেশ রায়না, ইরফান পাঠান এবং অ্যারন ফিঞ্চের মতো তারকাদের উপস্থিতিতে টুর্নামেন্টটি অবশ্যই অনেক মনোযোগ আকর্ষণ করছে।

Show Full Article
Next Story
Share it