LSG vs GT: রাহুলদের মুখোমুখি হবে তরুণ শুভমান, কেমন হবে দুই দলের একাদশ, পিচই বা কেমন

২০২৪ আইপিএল (IPL 2024) সগৌরবে একের পর এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আজ রবিবারের আইপিএলে...
techgup 7 April 2024 3:16 PM IST

২০২৪ আইপিএল (IPL 2024) সগৌরবে একের পর এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আজ রবিবারের আইপিএলে দিনের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স (Lokhnow Super Giants vs Gujarat Titans Match) একে অপরের মুখোমুখি হবে। লখনউ বর্তমানে জয়ের মধ্য থাকলেও গুজরাট শেষ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। ফলে এই দুই দলের ম্যাচের রণকৌশল হিসাবে সম্ভাব্য একাদশ এবং পিচ রিপোর্ট কী বলছে দেখে নেওয়া যাক।

লখনউ সুপার জায়ান্টস এই বছর আইপিএলে তারা প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের কাছে ২০ রানে হারের সম্মুখীন হয়। তবে এরপর টুর্নামেন্টে পরপর পাঞ্জাব কিংস এবং রয়‌্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে তারা বর্তমানে দুরন্ত ফর্মে আছে। লখনউয়ের হয়ে সাম্প্রতিক সময় বল হাতে মায়াঙ্ক যাদব সবচেয়ে বেশি নজর করেছেন। তিনি ধারাবাহিকভাবে ১৫০ কিমি/ঘন্টায় বল করে এখন দুরন্ত ফর্মে আছেন। অন্যদিকে গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক শুভমান গিল সেইভাবে এখনও পর্যন্ত নজর কাড়তে পারেননি। ফলে গুজরাট ৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচে হারের সম্মুখীন হয়ে এখন অনেটাই পিছিয়ে আছে।

আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ থেকে লখনউ সুপার জায়ান্টস গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ (Lucknow Super Giants Probable XI)

কেএল রাহুল (c, wk), কুইন্টন ডি কক, দেবদত্ত পাডিক্কল, আয়ুশ বাদোনি, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, ক্রুনাল পান্ডিয়া, নবীন-উল-হক, মহসিন খান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব

গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ (Gujarat Titans Probable XI)

ঋদ্ধিমান সাহা (wk), শুভমান গিল (c), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, আজমতুল্লাহ ওমরজাই, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব, স্পেন্সার জনসন

লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের পিচ রিপোর্ট (LSG vs GT match pitch report)

একানা ক্রিকেট স্টেডিয়ামে লাল এবং কালো মাটির দুটি পিচ রয়েছে। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে লাল মাটির পিচে খেলা হয় এবং এই পিচ থেকে ব্যাটসম্যানরা যথেষ্ট সুবিধা পেয়েছিলেন। যার ফলে প্রথম ইনিংসে লখনউ ১৯৯ রান সংগ্রহ করে। এছাড়াও এই পিচ থেকে পেসাররা যথেষ্ট সাহায্য পেয়ে থাকে। অন্যদিকে টসে জয়ী দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে কারণ এই পিচে রান তাড়া করা যথেষ্ট কঠিন।

Show Full Article
Next Story