KKR vs LSG: রবিবারে ইডেনে আবার সবুজ-মেরুনে খেলবে লখনউ, ম্যাচ শুরুর আগেই ছড়াচ্ছে বিতর্কের আঁচ
উৎসবের শহর কলকাতায় ফুটবল এবং ক্রিকেটের উন্মাদনা অনন্য শহরের থেকে অনেকটাই বেশি। আইপিএলে (IPL 2024) কলকাতা নাইট রাইডার্স...উৎসবের শহর কলকাতায় ফুটবল এবং ক্রিকেটের উন্মাদনা অনন্য শহরের থেকে অনেকটাই বেশি। আইপিএলে (IPL 2024) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) হোম গ্ৰাউন্ড হিসাবে কলকাতার ইডেন গার্ডেন্সে সবচেয়ে বেশি নিজদের সমর্থন পেয়ে থাকে। আগামীকাল এই স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচের আগে আবারও লখনউ কলকাতার ভক্তদের মনে মোহনবাগানের আবেগ জাগিয়ে সমর্থন নিজদের দিকে টানতে চাইছে।
কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলে নতুন মেন্টর গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ারের তত্ত্বাবধানে দুরন্ত ফর্মে আছে। এখনও পর্যন্ত তারা টুর্নামেন্টে ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আগামীকালও কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে দুরন্ত জয় তুলে নিয়ে এগিয়ে যেতে চাইছে। তবে তার আগেই বাংলার সমর্থন পাওয়ার জন্য লখনউ মাঠে নেমে পড়ল।
আজ তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগানের সবুজ মেরুন জার্সির রঙে নতুন জার্সি পড়া লখনউ সুপার জায়ান্টসের তারকা ক্রিকেটারদের ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা "বড়ো ম্যাচের জন্য নতুন রং!"-এর সঙ্গে বাংলায় লেখা ছিল 'কাল দেখা হবে'। উল্লেখ্য লখনউ সুপার জায়ান্টসের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান ক্লাবের এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা। ফলে তিনি নাইট সমর্থকদের মনে সবুজ মেরুন আবেগ জাগিয়ে গতকাল ম্যাচের সমর্থন পেতে চাইছেন।
গত বছর আইপিএলেও ইডেন গার্ডেন্সে গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সবুজ মেরুন জার্সি পড়ে লখনউ ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন। কিন্তু অসংখ্য মোহনবাগান ভক্ত ফুটবলের জার্সি পড়ে এই আইপিএল ম্যাচ দেখার জন্য ইডেন গার্ডেন্সে এসে উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই ম্যাচের কর্মকর্তারা মাঠে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ সামনে এসেছিল। এই বছরও এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেউ যাতে মোহনবাগান ফুটবল দলের জার্সি পড়ে ইডেন গার্ডেন্সে ঢুকতে না পারে তার জন্য কলকাতা নাইট রাইডার্স বাংলার ক্রিকেট বোর্ডকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।