IPL News: গম্ভীরের জায়গা নেবেন এই কিংবদন্তি, মুম্বাইয়ের প্রাক্তন কোচকেই মেন্টর হিসেবে দেখছে LSG

বর্তমানে সকলের নজর আইপিএল ২০২৫ এর উপর। আসন্ন মরশুমকে ঘিরে এখন থেকে ভক্তদের উন্মাদনা শিখরে পৌঁছেছে। কারণ আসন্ন বছর আইপিএলের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম,…

Lucknow Super Giants is in talks with former indian pacer Zaheer Khan for Mentor role in IPL 2025

বর্তমানে সকলের নজর আইপিএল ২০২৫ এর উপর। আসন্ন মরশুমকে ঘিরে এখন থেকে ভক্তদের উন্মাদনা শিখরে পৌঁছেছে। কারণ আসন্ন বছর আইপিএলের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম, এছাড়াও কমবেশি প্রত্যেকটি দলের কোচিং পদে পরিবর্তন দেখা যাবে। ঠিক সেরকমই সাপোর্ট স্টাফে পরিবর্তন আনতে পারে লখনউ সুপার জায়েন্টস।

২০২৩ আইপিএলের পর লখনউ সুপার জায়েন্টসের মেন্টরশিপ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তন করেছিলেন গৌতম গম্ভীর। যদিও বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। যাই হোক, ২০২৪ আইপিএলে গম্ভীরের পরিবর্ত হিসাবে মেন্টর পদে প্রাক্তন অজি তারকা অ্যাডাম ভোগেসকে সামিল করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। তবে আসন্ন বছরের কথা ভেবে প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানের সাথে কথাবার্তা বলছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র‍্যাঞ্চাইজি।

লখনউ সুপার জায়েন্টস তাদের কোচিং সেটআপকে আরও বেশি শক্তিশালী করতে চাইছে। তাই জাস্টিন ল্যাঙ্গার এবং অ্যাডাম ভোগেস, ল্যান্স ক্লুসেনার এবং জন্টি রোডস থাকা সত্ত্বেও মেন্টর হিসাবে জাহির খানকে চাইছে তারা। যদিও জাহির খান বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সে ফ্র‍্যাঞ্চাইজির বিশ্বব্যাপী প্রধান হিসাবে যুক্ত রয়েছেন। তবে তিনি চাইলে লখনউ সুপার জায়েন্টসের মেন্টর হিসাবে যুক্ত হতে পারেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতীয় দলের ডাকে লখনউ সুপার জায়েন্টস ছেড়ে ভারতীয় দলের বোলিং কোচ হন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা মর্নি মর্কেল। সেহেতু, জাহির খানকে মেন্টর পদে যুক্ত করা হলে, মর্নি মর্কেলের অভাবটাও মিটবে লখনউ সুপার জায়েন্টসের। অন্যদিকে ভক্তরা জাহির খানের মতো কিংবদন্তি তথা আইপিএলের মঞ্চে খ্যাতনামা কোচকে তাদের দলের মেন্টর হিসাবে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন