Manu Bhaker: একটুর জন্য তৃতীয় ব্রোঞ্জ হাতছাড়া মনুর, ২৫ মি পিস্তল ইভেন্টে শেষ করলো চতুর্থ স্থানে
চলমান অলিম্পিককে ঘিরে প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগে ক্রীড়াবিদরা বিশেষভাবে নিজেদের প্রস্তুত করছেন। ইতিমধ্যেই একাধিক পদক...চলমান অলিম্পিককে ঘিরে প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগে ক্রীড়াবিদরা বিশেষভাবে নিজেদের প্রস্তুত করছেন। ইতিমধ্যেই একাধিক পদক জয় করে তারা দেশগুলিকে বিশেষ সন্মানও এনে দিয়েছেন। প্যারিস অলিম্পিকে ভারতীয় শুটারদের হাত ধরেই এখনও পর্যন্ত ৩ টি ব্রোঞ্জ পদক এসেছে। মানু ভাকের এই বিভাগে সবচেয়ে বেশি নজর কেড়েছেন। তবে আজ মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে অনেকটা কাছাকাছি পৌঁছেও নিজের তৃতীয় অলিম্পিক পদক ছোঁয়ার স্বপ্ন পূরণ করতে পারলেন না।
এই বছর প্যারিস অলিম্পিকে মানু ভাকের প্রথমেই মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে নেন। এরপর তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড বিভাগেও সরবজ্যোত সিংয়ের সঙ্গে ব্রোঞ্জ জয় করে ইতিহাস তৈরি করেন। তবে মানু ভাকের এখানেই থেমে থাকেননি। তিনি গতকাল মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তলের বাছাইপর্বে মাঠে নামেন। এই বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দ্বিতীয় স্থানে শেষ করে এই তারকা মহিলা শুটার ফাইনালে প্রবেশ করেন।
ফলে মানু ভাকের হাত থেকে ভারত আরও একটি অলিম্পিক পদক জয় করবে বলে দেশবাসী স্বপ্ন দেখচ্ছিল। আজ তিনি মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে মাঠে নামেন। কিন্তু এই অলিম্পিকে মানু ভাকের একটি ঐতিহাসিক তৃতীয় পদক জয়ে কাছাকাছি পৌঁছেও তিনি শেষ পর্যন্ত চতুর্থ স্থানে শেষ করেন। তৃতীয় স্থানের লড়াইয়ে তিনি হাঙ্গেরির ভেরোনিকা মেজরের বিপক্ষে হারের সম্মুখীন হন। মানু ভাকের মোট পয়েন্ট ছিলো ২৮ এবং ভেরোনিকা ৩১ পয়েন্ট সংগ্রহ করে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন।
অন্যদিকে মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে আজ দক্ষিণ কোরিয়ার ২১ বছর বয়সী ইয়াং জিন সোনার পদক জয় করে নেন। এটা ছিল ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর এই বিভাগে দক্ষিণ কোরিয়ার প্রথম স্বর্ণ পদক জয়। এছাড়াও মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে রুপো পদক জয় করেছেন ফ্রান্সের ক্যামিল জেডরজেউস্কি।