আইপিএলে দানবীয় লক্ষ্য তাড়া করেও নিশ্চিত নয় বিশ্বকাপে স্টইনিসের জায়গা, চোখেমুখে ফুটে উঠল দুঃখ
মঙ্গলবারও আইপিএল ২০২৪ (IPL 2024) সাক্ষী রেখেছে এক চিরস্মরণীয় ম্যাচের। চিপকের মাটিতে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super...মঙ্গলবারও আইপিএল ২০২৪ (IPL 2024) সাক্ষী রেখেছে এক চিরস্মরণীয় ম্যাচের। চিপকের মাটিতে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। আর গতকাল এই জয়ের নায়ক হলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিস (Marcus Stoinis)। মাসখানেক আগেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও, এইদিন ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গেছে অজি তারকাকে।
গতকাল ৬৩ বলে ১২৪ রান করে লখনউ সুপার জায়েন্টসকে এক ঐতিহাসিক জয় এনে দিয়েছেন তিনি। যদিও রান তাড়া করতে নেমে স্টইনিসের এই ১২৪ রানের ইনিংসটিই আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানের ইনিংস। যার মধ্যে সামিল ছিল ১৩ টি বাউন্ডারি এবং ৬ টি ছক্কা। এছাড়া প্রায় ১৯৭ এর স্টাইকরেটে খেলেছেন তিনি। গতকাল ক্রিকেটপ্রেমীদের এরকম ম্যাচ উপহার দেওয়ায় ম্যাচের সেরা পুরস্কারে পুরস্কৃত হয়েছেন মার্কাস স্টইনিস।
এদিকে ম্যাচ শেষে পুরস্কার সংগ্রহ করতে এসে মার্কাস স্টইনিসকে পোস্ট ম্যাচ কনফারেন্সে প্রশ্ন করা হয় জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি নিয়ে। এর উত্তরে স্টইনিস বলেছেন, “আমি জানি আমি অস্ট্রেলিয়ার জাতীয় চুক্তির তালিকায় নেই, কিন্তু আমি সত্যিই খুশি যে ছোট ছেলেরা যারা নিজেদের প্রমাণ করতে চায় তারা পেরেছে। আমি এটার সাথে একদম ভালো আছি।”
সামনেই আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024), তার আগেই নিজের জ্বলন্ত ছন্দের প্রমাণ দিয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিস। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে চলতি আইপিএলে এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে ২৫৪ রান করেছেন স্টইনিস। যার মধ্যে সামিল একটি হাফসেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। এছাড়া বল হাতে সব ম্যাচে না দেখা গেলেও, ৪ ম্যাচে বল করে ২ টি উইকেটও নিয়েছেন ৩৪ বছর বয়সী অজি তারকা।