পরের বছর ভাঙতে চলেছে আইপিএল দলগুলি, মেগা নিলামে কতগুলি প্লেয়ার করা যাবে রিটেন? জানালেন IPL চেয়ারম্যান
২০২৪ আইপিএলের (IPL 2024) শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন দলগুলি নিজেদের গুছিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের...২০২৪ আইপিএলের (IPL 2024) শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন দলগুলি নিজেদের গুছিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের প্রথমাংশের সময়সূচি প্রকাশ করা হয়েছে। তবে এবার আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল (Arun Dhumal) টুর্নামেন্টের মেগা নিলামের বিষয়ে বড়ো চমক দিলেন। এই মেগা নিলামে কতজন ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলি সেই বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।
গত বছর ডিসেম্বরে দুবাইতে ২০২৪ আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হয়। সেই নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে (Mitchell Starc) ২৪.৭৫ কোটি টাকায় রেকর্ড দামে দলে সই করায়। এছাড়াও অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) ২০.৫ কোটি টাকার মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদে (Sunrisers Hyderabad) জায়গা করে নেন। অন্যদিকে আইপিএলের মেগা নিলাম প্রতি ৩ বছর ছাড়া অনুষ্ঠিত হয়। শেষ ২০২২ সালে এই টুর্নামেন্টের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেই নিলামে ২০৪ জন ক্রিকেটারকে দলগুলি মোট ৫৫১ কোটি টাকার বিনিময়ে সই করায়।
এবার আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল পরবর্তী মেগা নিলাম নিয়ে একাধিক তথ্য সামনে আনলেন এবং প্রতিটি দল ৩ থেকে ৪ টি ক্রিকেটার ধরে রাখতে পারবেন বলে নিশ্চিত করেন। ২০২৫ সালের আইপিএলের আগে এই মেগা নিলাম আয়োজন করা হবে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অরুণ ধুমাল বলেন, "আমাদের নিশ্চিতভাবে বলছি মেগা নিলাম হবে। এই নিলামে আপনি ৩ থেকে ৪ ক্রিকেটারকে বেছে নিতে পারবেন। তারপরে আপনাকে একটি নতুন দল তৈরি করতে হবে। এই বিষয়টি আইপিএলকে আরও আকর্ষণীয় করে তোলে এবং ক্রিকেটারদের বিন্যাসটি অব্যাহত রাখে।"
তিনি আরও বলেন, "আশা করি এই মেগা নিলাম ততটাই বড়ো হবে যেমন আমরা শেষবার নিলামে ভারত সহ বিদেশী একাধিক তরুণ প্রতিভা খুঁজে পেয়েছি। আফগানিস্তানের মতো দলগুলিও উপকৃত হয়েছে কারণ তারা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারছে।" উল্লেখ্য এই বছর আইপিএল ২২ মার্চ থেকে শুরু হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিপক্ষে মাঠে নামবে।