'এটা যদি বিরাট করত তাহলে….', ট্রাভিস হেডের ধীর ইনিংস তুলে কোহলির সমালোচকদের চুপ করালেন কাইফ

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে চলমান আইপিএলে ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্সের ওপর বিশেষ গুরুত্ব...
techgup 3 May 2024 2:38 PM IST

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে চলমান আইপিএলে ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্সের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে এই টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারতের হয়ে বিরাট কোহলি (Virat Kohli) টি-টোয়েন্টি ফরম্যাটে কতটা উপযুক্ত তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। ভারতের এই তারকা ব্যাটসম্যান সমস্ত বিতর্কের জবাব দিয়ে এই বছর আইপিএলে (IPL 2024) একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন। এবার বিরাট কোহলির আইপিএলের পারফরমেন্স নিয়ে মহম্মদ কাইফ (Mohammad Kaif) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

বিরাট কোহলি দীর্ঘদিন ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তারকা ক্রিকেটার হিসাবে দলকে ভরসা দিচ্ছেন। এই বছর আইপিএলেও তিনি ১০ ম্যাচে মোট ৫০০ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। এছাড়াও তিনি দীর্ঘ সময় ধরে এই বছর অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছিলেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে এর আগে একাধিক আলোচনা সামনে উঠে এসেছিল। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে রাখা হবে কিনা তা নিয়েও এক সময় ধোঁয়াশা তৈরি হয়।

কিন্তু চলমান আইপিএলে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। এর সঙ্গে বর্তমানে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে তেমন আর কেউ প্রশ্ন তুলছেন না। এবার এই বিষয়ে বলতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেন, "ট্র্যাভিস হেড (Travis Head) কঠিন পরিস্থিতিতে ভালো খেলেছে এবং সেই অনুযায়ী সে রান করেছে। কিন্তু বিরাট কোহলি যদি এই মুহূর্তে ট্র্যাভিস হেডের মতো রান সংগ্রহ করতেন থাকলে আমি নিশ্চিত স্ট্রাইক রেটের জন্য তাকে সকলের কাছে সমালোচিত হতে হতো।" উল্লেখ্য গতকাল হেভের ৪৪ বলে ৫৮ রানের ইনিংসের পর এই মন্তব্যটি আসে।

উল্লেখ্য সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ট্রাভিস হেড এই বছর আইপিএলে বিধ্বংসী ফর্মে আছেন। তিনি এখনও পর্যন্ত এই আইপিএলে ৯ ম্যাচে মোট ৩৯৬ রান সংগ্রহ করেছেন।অন্যদিকে গতকাল বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট কোহলির বিষয়ে বলেন,"আমরা বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে মোটেও আলোচনা করিনি। আইপিএলে সে সত্যিই ভালো পারফর্ম করছে‌ আর কোনো বিষয় নিয়ে ভাবার কিছু নেই।"

Show Full Article
Next Story