Categories: Sport

DC vs GT: পান্থ দাপটে ভাঙল মোহিতের স্থিরতা, হলেন আইপিএল ইতিহাসে ৪ ওভারে সবচেয়ে দামী বোলার

যতই সময় এগোচ্ছে, আইপিএল ২০২৪ (IPL 2024) ততই বিধ্বংসী রূপ ধারণ করছে। সেরকমই আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকলো এক চিরস্মরণীয় ইনিংসের। আজ দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স (Delhi Capitals vs Gujarat Titans) ম্যাচে এক অসাধারণ ইনিংস খেললেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant)। ইনিংসের শেষ ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন তিনি, আর তার সাথেই আজ এক অপ্রত্যাশিত নজির গড়লেন গুজরাটের মিডিয়াম পেসার মোহিত শর্মা (Mohit Sharma)।

আজ মোহিত শর্মা ২০ তম ওভারে বল করতে এলে ঋষভের ঝড়ো ব্যাটিংয়ে ৩১ রান খরচা করেন ওই ওভারে। আর এর সাথেই আইপিএলের ইতিহাসে বোলার হিসাবে সবচেয়ে বেশি রান খরচা করার অপ্রত্যাশিত নজির গড়লেন মোহিত শর্মা। আজ দিল্লির বিরুদ্ধে ৪ ওভার বল করে বিনা উইকেট নিয়ে ৭৩ রান খরচা করেছেন গুজরাট পেসার। আর এটিই আইপিএলের ইতিহাসের একজন বোলারের দেওয়া সবচেয়ে বেশি রান।

এর আগে এই অপ্রত্যাশিত নজিরটি ছিল বাসিল থাম্পির (Basil Thampi)। তিনি ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪ ওভারে ৭০ রান খরচা করেছিলেন। আর তাছাড়াও গতবছর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৬৯ রান খরচা করেছিলেন যশ দয়াল (Yash Dayal)। এবার সেই তালিকাতেই প্রথম স্থানে উঠে এলেন মোহিত শর্মা।

আজ সন্ধ্যায় প্রথমে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৬৬ রান। তবে অক্ষর ৬৬ রানে আউট হয়ে গেলেও, ঋষভ পান্থ ছেড়ে কথা বলেননি তাকে। আজ ৫ টি বাউন্ডারি এবং ৮ টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৮৮ রান করেন ঋষভ। যার মধ্যে সামিল ছিল মোহিতের ওভারে ৫ টি ছক্কা। এছাড়া ত্রিস্টান স্টাবসের ৭ বলে ২৬ রানও আঘাত করে গুজরাটের বোলিং আক্রমণের মাথাতে। ১৯ ওভারে ১৯৩ রান থাকলেও, মোহিতের ওই ওভারের কারণে ২০ ওভার শেষে ২২৪ রানে পৌঁছায় দিল্লি ক্যাপিটালস।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

16 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

1 hour ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago