Categories: Sport

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত, জয় শাহয়ের সাথে গোপনে কথা বলতে চান PCB চেয়ারম্যান

ভারতের মতোই পাকিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। তবে প্রতিবেশী দেশ হলেও রাজনৈতিক সমস্যার কারণে ব্লু ব্রিগেড পাক বাহিনীদের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করে না। এবার ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy 2025) পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে। ফলে ভারতীয় দলকে এই টুর্নামেন্টে নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য নবনিযুক্ত পিসিবি (PCB) প্রধান আবারও প্রস্তুতি শুরু করে দিলেন।

গত বছর এশিয়া কাপ (Asia Cup 2023) প্রথমে পাকিস্তানে আয়োজন করা হয়। কিন্তু বিসিসিআই (BCCI) কর্মকর্তারা পাকিস্তানে তাদের দল পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। শেষে হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। যেখানে ভারতের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। এরপর আইসিসির (ICC) অন্যতম টুর্নামেন্ট ২০২৫ চ্যাম্পিয়ন্স‌‌ ট্রফির দায়িত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে। ফলে পিসিবি যেভাবেই হোক চাইছে ভারতকে এই টুর্নামেন্টে নিজেদের দেশে নিয়ে আসতে।

তবে বিষয়টি এত সহজ নয়। ফলে টুর্নামেন্টটি এক বছরেরও বেশি সময় বাকি থাকলেও নবনিযুক্ত পিসিবি প্রধান মহসিন নাকভি (Mohsin Naqvi) আইসিসির পাশাপাশি বিসিসিআই সেক্রেটারি জয় শাহের (Jay Shah) সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছেন। টাইমস অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী আগামী সপ্তাহে দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি মিটিং চলাকালীন পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণের বিষয়ে জয় শাহের কাছ থেকে পিসিবি প্রধান আশ্বাস চাইতে পারেন।

পিসিবির একটি সূত্র জানিয়েছে,”পিসিবির জন্য সবচেয়ে বড়ো উদ্বেগ হল ভারত তাদের দল পাকিস্তানে পাঠাবে কিনা। এছাড়াও তারা চাইছে গত বছরের এশিয়া কাপের বিষয়গুলির পুনরাবৃত্তি যাতে না হয়। এটি একটি আইসিসির টুর্নামেন্ট এবং পাকিস্তান গত বছর বিশ্বকাপের জন্য ভারতে গিয়েছিল৷ নাকভি আইসিসি এবং বিসিসিআইকে বোঝানোর চেষ্টা করবেন যে তাদের নিশ্চিত করতে হবে ভারত যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানে আসবে কারণ এটি চ্যাম্পিয়নস ট্রফির প্রচারে সহায়তা করবে৷”

সূত্রটি আরও জানায়,”নাকভি বিসিসিআই প্রতিনিধিদের আশ্বস্ত করার চেষ্টা করবেন যে পাকিস্তানে নির্বাচন সম্পন্ন হলে এবং একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হলে তাদের পাকিস্তানে খেলার জন্য কোনও নিরাপত্তা বা অন্যান্য বিষয় নিয়ে উদ্বেগ থাকবে না।” উল্লেখ্য ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি সম্ভবত আগামীবছর ফেব্রুয়ারি-মার্চে হওয়ার সম্ভাবনা আছে।

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
Tech Gup Desk

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 28 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স 28 আগস্ট রিডিম কোড

জনপ্রিয় রয়্যাল ব্যাটেল গেম Garena Free Fire-এ এসে গেল টপ ক্রিমিনাল নিয়ন, গ্রেনেড, গ্লু ওয়াল…

5 hours ago

Realme GT 7 Pro: 120x জুম এবার রিয়েলমির ক্যামেরায়, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Realme GT 7 Pro ফোনটি চলতি বছরই বাজারে পা রাখতে চলেছে। ফোনটিকে নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি…

6 hours ago

Jay Shah: ৩৫ বছর বয়সে বিশ্বজয়ের লক্ষ্যে জয় শাহ, পঞ্চম ভারতীয় হিসেবে হলেন ICC চেয়ারম্যান

ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যাওয়ার পর নতুন ইনিংসের জন্য প্রস্তুত বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক…

7 hours ago

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে এল প্লেয়ারদের আকাল, AI-এর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে দল, জানালেন চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এমন একটি বিবৃতি দিয়েছেন যা বিশ্বক্রিকেটে হট্টগোল সৃষ্টি…

7 hours ago

TVS নতুন Jupiter লঞ্চ করতেই পাল্টা দিল হোন্ডা, 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Activa

TVS Jupiter 110 নতুন অবতারে লঞ্চ হয়ে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আকর্ষণীয় লুকস, দুর্দান্ত…

8 hours ago

Durand Cup Mohun Bagan: পিছিয়ে থেকেও ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ফের ম্যাচের হিরো বিশাল কাইথ

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেমিফাইনালে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে…

8 hours ago