Durand Derby: বাতিল হল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে ডুরান্ড ডার্বি
নিরাপত্তার কারণে বাতিল হয়ে গেল ডুরান্ড ডার্বি। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচ রবিবার মাঠে গড়াচ্ছে না। গতকালই...নিরাপত্তার কারণে বাতিল হয়ে গেল ডুরান্ড ডার্বি। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচ রবিবার মাঠে গড়াচ্ছে না। গতকালই গুঞ্জন ওঠে ডুরান্ড ডার্বি না হওয়ার বিষয়ে। মূলত কলকাতা তথা রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে এই গুঞ্জন উঠেছিল। সেইমতো আজ ডুরান্ড কাপ আয়োজক কমিটি স্পষ্ট করলেন যে, রবিবার মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে বড় ম্যাচ হচ্ছে না।
আজ কিছুক্ষণ আগে ডুরান্ড কমিটি ও রাজ্যের প্রশাসনিক কর্তাদের মধ্যে রবিবারের ম্যাচ নিয়ে বৈঠক হয়। সূত্রের খবর বৈঠকে রাজ্যের তরফে জানানো হয়েছে যে, আরজি কর ইস্যুতে এই মুহূর্তে উত্তাল গোটা রাজ্য। ফলে ম্যাচের নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এরপরেই ডুরান্ড কাপ আয়োজক কমিটি সরকারি ভাবে জানিয়ে দেয় যে, আগামীকাল অর্থাৎ রবিবার মোহন-ইস্ট ডুরান্ড ডার্বি হচ্ছে না।
তবে এখনও বেশকিছু বিষয়ে খোলসা করেনি ডুরান্ড কমিটি। এখনও জানা যায়নি ম্যাচ বাতিল হওয়ায় পয়েন্ট কীভাবে দুদলের মধ্যে ভাগাভাগী হবে। সম্ভবত মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে এক এক পয়েন্ট করে দেওয়া হবে। কিন্তু টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি কলকাতা হবে নাকি অন্য কোথাও হবে, তাও ধোঁয়াশায় রেখেছে আয়োজক কমিটি।
স্বাভাবিক ভাবেই এমন ঘোষণায় হতাশ দর্শকরা। দুদলের সমর্থকদের মধ্যে এই ম্যাচ ঘিরে বিরাট প্রত্যাশা তৈরি হয়েছিল। শুক্রবার অফলাইনে টিকিট দেওয়া শুরু হতেই দুই প্রধানের তাঁবুর সামনে ভীড় জমাতে শুরু করে সমর্থকরা। অনেকে নানান ভাবে চেষ্টা করেও টিকিট না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান। তবে নিরাপত্তা জনিত সমস্যায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হওয়ায় খুশি নন কেউই।
জানিয়ে রাখি রবিবারে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচ ছিল গ্রুপে শীর্ষস্থানে পৌঁছনোর লড়াই। পাশাপাশি দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াইও ছিল এটি। তবে সবকিছু থেকে বঞ্চিত হল সমর্থকরা।