মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে আনোয়ার আলিকে টানাপোড়েন অব্যাহত, এবার ফুটবলারকে কড়া বার্তা দিল সবুজ মেরুন শিবির

কলকাতার ময়দানের দুই প্রধান ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ফুটবলারদের নিয়ে রেষারেষি নতুন কিছু নয়। বর্তমানে...
SUMAN 12 July 2024 8:28 PM IST

কলকাতার ময়দানের দুই প্রধান ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ফুটবলারদের নিয়ে রেষারেষি নতুন কিছু নয়। বর্তমানে ভারতীয় ক্লাব ফুটবলে বানিজ্যিক পরিবেশ তৈরি হলেও এই দুই দলের মধ্যে ঐতিহ্যবাহী আবেগ সবসময় কর্মকর্তা থেকে ফুটবলার এবং সমর্থকদের মধ্যে এখনও কাজ করে। বর্তমানে ময়দানে আনোয়ার আলিকে নিয়ে লাল-হলুদ এবং সবুজ-মেরুনদের মধ্যে কৌশলগণ ঠান্ডা লড়াই শুরু হয়েছে। এবার আইনি জটিলতার মধ্যে এই ফুটবলারকে কড়া বার্তা দিল মোহনবাগান।

ক্লাব ফুটবলে দলবল একটি স্বাভাবিক ঘটনা। বেশিরভাগ ফুটবলার পেশাদারীত্বকে এগিয়ে রেখে এবং আর্থিকভাবে আরও লাভবান হওয়ার জন্য দল বদল করে থকেন। অন্যদিকে কলকাতার ময়দানে মোহনবাগান যেমন ইস্টবেঙ্গলের সেরা ফুটবলারকে দলকে আনতে চায় একইভাবে লাল-হলুদ কর্মকর্তারা সবুজ-মেরুন তারকাদের যেকোনো মূল্যেই সই করানোর জন্য মাঠে নেমে পড়ে। এবার আনোয়ার আলিকে নিয়েও দুই দলের মধ্যে জটিলতা তৈরি হয়েছে।‌ এখনও অফিসিয়ালিভাবে না জানালেও সম্প্রতি মোহনবাগান থেকে এই তারকা ভারতীয় ফুটবলার ইস্টবেঙ্গলে সই করেছেন বলে তথ্য সামনে আসে।

এরপরেই কলকাতার ময়দানে শুরু হয় নতুন নাটকের। উল্লেখ্য ২০২৩ মরসুমে ৪ বছরের লোনের চুক্তিতে দিল্লি এফসি থেকে মোহনবাগান আনোয়ার আলিকে দলে নিয়ে আসে। তবে তিনি গত মরসুমে চোটের কারণে বেশি ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু যখনই সুযোগ পেয়েছিলেন তখনই এই ভারতীয় তারকা সবুজ-মেরুন জার্সিতে জ্বলে উঠেছিলেন। অন্যদিকে মোহনবাগান আনোয়ার আলিকে দীর্ঘ মেয়াদী ফুটবলার হিসাবে দলে নিয়ে এলেও সম্প্রতি এক্স হ্যান্ডেলে দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজের একটি পোস্ট বিতর্ক তৈরি করে।

তিনি উল্লেখ করেছিলেন বর্তমানে ফিফার নিয়ম অনুযায়ী লোনে নেওয়া ফুটবলারকে কোনো দল এক বছরের বেশি সময় ধরে রাখতে পারবে না। ইস্টবেঙ্গলও এই বিষয় মাথায় রেখে আনোয়ার আলিকে দলে নেওয়ার জন্য মাঠে নেমে পড়ে। তবে ফিফার এই নিয়ম ভারতীয় ফুটবলে ২০২৫ সালের জুন মাস থেকে কার্যকর হবে। ফলে এখন এই ফুটবলার দল পরিবর্তনের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন না। তাকে মোহনবাগান এবং দিল্লি এফসির সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে।

তবে এই আইনি জটিলতার মধ্যে ভারতীয় প্লেয়ার স্ট্যাটাস কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। তার আগেই এবার মোহনবাগান সুপার জায়ান্ট আনুষ্ঠানিকভাবে আনোয়ার আলিকে ১৯ জুলাই প্রশিক্ষণে আসার জন্য নির্দেশ দিয়েছে। উল্লেখ্য এই দুই গুরুত্বপূর্ণ ক্লাব আসন্ন ২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে।

Show Full Article
Next Story