CFL 2024 Mohunbagan: দুর্দান্ত শুরুতেও শেষ পর্যন্ত ফিকে পড়ল মোহনবাগান, রেনবোর সামনে সিজনের দ্বিতীয় ম্যাচেও ড্র করল সুহেলরা
এই বছর কলকাতা ফুটবল লিগে ইতিমধ্যেই প্রতিটি দল দুরন্ত লড়াই করে মরসুমের প্রথম থেকেই এগিয়ে থাকতে চাইছে। তবে এখনও বড়ো...এই বছর কলকাতা ফুটবল লিগে ইতিমধ্যেই প্রতিটি দল দুরন্ত লড়াই করে মরসুমের প্রথম থেকেই এগিয়ে থাকতে চাইছে। তবে এখনও বড়ো ক্লাবগুলি সেইভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। মোহনবাগান এই বছর কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচে ভবানীপুর ফুটবল ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রীতিমতো হতাশ করে। আজ সবুজ-মেরুনরা ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচে ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামে।
অভিষেক সূর্যবংশীর অধিনায়কত্বে মোহনবাগান প্রথম থেকেই ম্যাচে চাপ বাড়াতে থাকে। তবে রেনবোর ফুটবলাররাও আক্রমণাত্মক হয়ে ওঠায় ম্যাচে বারবার ফাউল হতে দেখা যায়। উল্লেখযোগ্যভাবে আজ রেনবোর গোলকিপার হিসাবে ছিলেন সবুজ-মেরুনদের প্রাক্তন তারকা ফুটবলার শিল্টন পাল। তবে মোহনবাগানের হয়ে সুযোগসন্ধানী সুহেল ভাট বারবার জ্বলে উঠছিলেন। ম্যাচের ১৪ মিনিটে এই তারকা ফুটবলার দূর থেকে বাড়ানো বলে দুরন্ত হেড করে সবুজ-মেরুনদের ১-০ গোলে এগিয়ে দেন।
এরপর ২৬ মিনিটে টাইসনের নেওয়া ফ্রি কিকে থেকে আবারও সুহেল ভাট হেড করে দলকে ২-০ গোলে এগিয়ে দিয়ে চালকের আসনে পৌঁছে দেন। তবে মোহনবাগান এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে রেনবো অসাধারণভাবে ম্যাচে ফিরে আসে। রেনবোর অধিনায়ক সৌরভ দাশগুপ্ত ৪৪ মিনিটে বিপক্ষের বক্সের বাইরে বিশ্বমানের ফ্রি কিক থেকে গোল করে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন। এরপর ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময় মোহনবাগান ডিফেন্সের ভুলে রেনবো একটি পেনাল্টি আদায় করে নেয়।
ফলে ৪৫+১ মিনিটে পেনাল্টি থেকে সহজ গোল করে রাজন বর্মন প্রথমার্ধে ম্যাচের ফলাফল ২-২ করে দেন। এরপর দ্বিতীয়ার্ধেও দুই দল গোল তুলে নেওয়ার জন্য চোখে চোখ রেখে লড়াই শুরু করে। তবে একাধিক সুযোগ তৈরি হলেও ফুটবলাররা গোল তুলে নিতে পারেনি। শক্তিশালী দলের বিপক্ষে রেনবোর লড়াই ম্যাচে রীতিমতো প্রশংসিত হয়েছে। ফলে শেষের দিকে প্রবল আক্রমণ চালিয়েও মোহনবাগানরা আবারও জয় তুলে ব্যর্থ হয়। ম্যাচে সবুজ-মেরুনরা রেনবোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে।