Monirul Molla: হৃদয় জিতলেন বাংলার ছেলে মণিরুল, গোল করে ভারতকে জিতিয়ে ন্যায় চাইলেন মৌমিতার জন্য
কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ নিয়ে সরব এখন গোটা দেশ। মহিলা ডাক্তারকে গণধর্ষণ করে তাকে প্রাণে হত্যা করা নিয়ে দেশ জুড়ে...কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ নিয়ে সরব এখন গোটা দেশ। মহিলা ডাক্তারকে গণধর্ষণ করে তাকে প্রাণে হত্যা করা নিয়ে দেশ জুড়ে অনেকেই বিচারের দাবী তুলছেন। এমনকি এই ঘটনার জন্য রবিবার বাতিল হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। ভক্তদের পাশাপাশি আর জি কর মামলার বিচার চায় বলে পথে নেমেছেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিষ বোস। শুধু তাই নয়, সমগ্র কলকাতা ফুটবল ক্লাব তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ক্লাবের ভক্তরা একত্রিত হয়ে ন্যায়বিচারের জন্য স্বর তুলেছেন।
এই তো গেল দেশের মাঠের পরিস্থিতির খবর, এখন আর দেশের মধ্যেও সীমিত নেই বিষয়টি। আর জি কর মেডিক্যাল কলেজের মামলা নিয়ে প্রতিবাদ হয়েছে এবার ভারতের প্রতিবেশী দেশ নেপালের লালিতপুরে। সম্প্রতি নেপালে আয়োজিত হচ্ছে অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। সেখানে আজ ভুটানের বিরুদ্ধে ১-০ গোলে জয় দিয়ে অভিযান শুরু করে ভারতীয় তরুণবাহিনী।
তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, সেখানেও ছিল আর জি করের ঘটনার প্রেক্ষিতে ন্যায়বিচারের এর দাবি। প্রতিবাদের আঁচ এখন দেশেই নয়, দেখা গিয়েছে দেশের বাইরেও। বয়সের সীমারেখাকে অতিক্রম করে এবার ওই প্রতিবাদে সামিল হয়েছেন বাংলার ছেলে মণিরুল মোল্লা। আসলে বিষয়টি হল, ৩৭ মিনিটে গোল করে ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন মণিরুল। আর গোল দেওয়া মাত্রই জার্সি খুলে সেলিব্রেশন করেন তিনি।
আর জার্সি খুলতেই দেখা গেছে মণিরুলের ভিতরের টি-শার্টে লেখা রয়েছে ‘জাস্টিস ফর মৌমিতা’। সুতরাং, জাতীয় দলের জার্সিতেও তিনি ওই অন্যায়ের ন্যায়বিচার চাইছেন। আর এই বিষয়টি নজর কেড়েছে অনেক মানুষেরই। সাধারণ মানুষ হোক কি ফুটবলার, প্রত্যেকেই ওই অন্যায়ের ন্যায়বিচারের আশায় প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন।