আম্বানিদের বিয়েতে‌ যেন‌ ক্রিকেটারদের মেলা, ধোনি-ব্রাভো থেকে শুরু করে উপস্থিত দেশ-বিদেশের বহু তারকা

আম্বানি পরিবার তাদের ব্যবসায়িক সফলতার জন্য সকলের কাছে পরিচিত। এছাড়াও আইপিএল (IPL) সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি...
techgup 1 March 2024 4:45 PM IST

আম্বানি পরিবার তাদের ব্যবসায়িক সফলতার জন্য সকলের কাছে পরিচিত। এছাড়াও আইপিএল (IPL) সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলিতে অংশগ্রহণকারী দলে বিনিয়োগ করে তারা ক্রিকেট প্রেমীদের মনেও জায়গা করে নিয়েছেন। এবার অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) ৩ দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানে ঘিরে ক্রিকেটারদের মেলা লক্ষ্য করা যাচ্ছে।

আজ বিকাল ৫:৩০ টা থেকে গুজরাটের জামনগরে মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং নীতা আম্বানির (Nita Ambani) পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হবে। পিটিআইয়ের সূত্র অনুসারে প্রথম দিন অর্থাৎ আজকের থিম করা হয়েছে 'অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড'। গতকাল অর্থাৎ ২ মার্চের থিম 'এ ওয়াক অন দ্যা ওয়াইল্ডসাইড'। এই দিন অতিথিদের জামনগরে আম্বানিদের দ্বারা নির্মিত পশু উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

তৃতীয় দিন অর্থাৎ ৩ মার্চে দুটি কার্যক্রম থাকবে একটি হল 'টাসকার ট্রেইলস' এবং অপরটি হল 'হাশতাক্ষর'। প্রথম অনুষ্ঠানের মাধ্যমে অতিথিরা জামনগরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ পাবেন। শেষ অনুষ্ঠানে আমন্ত্রিতরা ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সকলে একত্রিত হবেন। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের তারকাদের নিমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং তার স্ত্রী জামনগরে পৌঁছেছেন।

এছাড়াও এই প্রাক বিবাহ অনুষ্ঠানে কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) সঙ্গে, বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), জাহির খান (Zaheer Khan), বর্তমান মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ঈশান কিষাণের (Ishan Kishan) মতো তারকা ক্রিকেটার উপস্থিত থাকতে চলেছেন।

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আফগানিস্তানের তারকা স্পিনার রাশিদ খানের (Rashid Khan) সঙ্গে ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo), স্যাম কুরান (Sam Curran), গ্রায়েম স্মিথ‌কে (Graeme Smith) এই অনুষ্ঠানে দেখা যাবে।

Show Full Article
Next Story