MS Dhoni: ৬, ৬, ৬ মাঠে নেমেই ছক্কার বর্ষা করলেন মাহি, মাত্র ৪ বলে নতুনদের শিখিয়ে দিলেন ফিনিশিং

ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ছক্কা মেরে ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন ধোনি (MS Dhoni)। সম্ভবত শেষবার...
techgup 14 April 2024 11:24 PM IST

ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ছক্কা মেরে ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন ধোনি (MS Dhoni)। সম্ভবত শেষবার আইপিএল (IPL 2024) ম্যাচ খেলতে ধোনি এখানে এসেছিলেন আজ এবং তিনি তার শেষ ম্যাচে সিংহের মত গর্জন করছিলেন। শেষ ওভারে এসে ম্যাচ পাল্টে দেন ধোনি। আসার সঙ্গে সঙ্গেই নিজের প্রথম তিন বলে ছক্কা হাঁকান তিনি। চার বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেলে নিঃশব্দে নিজের কাজ সেরে প্যাভিলিয়নে ফেরেন মাহি।

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড (৪০ বলে ৬৯ রান), শিবম দুবে (৩৮ বলে অপরাজিত ৬৬) হাফসেঞ্চুরির পর ধোনির ফিনিশিং টাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ধোনি। অবসর নেওয়ার আগে ১৯৫ ইনিংসে ৫৫২৯ রান করেছিলেন সুরেশ রায়না।

প্রথম ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে ড্যারিল মিচেল আউট হওয়ার পর ক্রিজে আসেন ধোনি। প্রিয় ক্রিকেটারকে মাঠে নামতে দেখে শোরগোলে মুখরিত হতে শুরু করে গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভিড়ে ঠাসা মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরাও ধোনি-ধোনি স্লোগান দিতে শুরু করেন। প্যাভিলিয়নের ব্যালকনি থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ঢোকার সময় ধোনির মাঠে আসার দৃশ্যটি ছিল দেখার মতো।

https://twitter.com/CricCrazyJohns/status/1779541168755515699

সামনের বোলার ছিলেন হার্দিক পান্ডিয়া (IPL 2024), যিনি এমনিতেই বিভিন্ন কারণে আন্ডার কনফিডেন্স ছিলেন, এমন পরিস্থিতিতে মাহি লং অফে ছক্কা হাঁকিয়ে প্রথম বলে পেশির শক্তি দেখান। দ্বিতীয় ছয়টি মিড উইকেটের উপর দিয়ে এবং তৃতীয় ছয়টি স্কোয়ার লেগ স্ট্যান্ডের দিকে মারা হয়েছিল। ইনিংসের চতুর্থ ও শেষ বলে দুই রান নিলে চার বলে স্কোর দাঁড়ায় ১৮৬ থেকে ২০৬ রান।

Show Full Article
Next Story
Share it