GT vs MI: আজ মুম্বাইয়ের জার্সিতে পুরোনো দলের সামনে হার্দিক, কেমন হবে দুই দলের একাদশ?

এই বছর আইপিএলের (IPL 2024) অন্যতম হাইভোল্টেজ ম্যাচে আজ গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সের (Gujarat Titans vs Mumbai...
techgup 24 March 2024 4:18 PM IST

এই বছর আইপিএলের (IPL 2024) অন্যতম হাইভোল্টেজ ম্যাচে আজ গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সের (Gujarat Titans vs Mumbai Indians match) মুখোমুখি হবে। ইতিমধ্যেই এই দুই দলে একাধিক পরিবর্তন ঘটেছে। গুজরাট এই বছর নতুন অধিনায়ক শুভমান গিলকে সামনে রেখে তাদের যাত্রা শুরু করবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে হার্দিক পান্ডিয়া নতুন কিছু করার অপেক্ষায় আছেন। ফলে এই ম্যাচের দুই দলের একাদশ কেমন হতে চলেছে এবং পিচ রিপোর্ট কী বলছে দেখে নেওয়া যাক।

রোহিত শর্মা দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়ে একাধিক সফলতা এনে দিয়েছেন। তার অধিনায়কত্বেই মুম্বাই ৫ বার এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে। তবে ২০২৪ আইপিএলের আগে গুজরাট টাইটান্স থেকে আবার হার্দিক পান্ডিয়া পুরনো দলে ফিরে এসে রোহিতকে সরিয়ে দিয়ে দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছেন। উল্লেখ্য হার্দিকের নেতৃত্বে ২০২২ সালে গুজরাট আইপিএলে চ্যাম্পিয়ন হয় এবং গত বছর টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেছিল। ফলে আজ এই ম্যাচটি উত্তেজনাপূর্ণ হতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গুজরাট বনাম মুম্বাইয়ের ম্যাচটি আজ অর্থাৎ ২৪ মার্চ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ টা থেকে শুরু হবে।

গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ (Gujarat Titans predicted XI)

শুভমান গিল (c), ঋদ্ধিমান সাহা (wc), সাই সুদর্শন, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, উমেশ যাদব, স্পেন্সার জনসন, মোহিত শর্মা

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (Mumbai Indians predicted XI)

রোহিত শর্মা, ইশান কিষাণ (wc), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (c), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, রোমারিও শেফার্ড, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জাসপ্রিত বুমরাহ, নুয়ান থুশারা

গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের পিচ রিপোর্ট (Gujarat Titans vs Mumbai Indians match pitch report)

২০২৪ আইপিএলের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পর্যবেক্ষকরা একটি নতুন পিচ প্রস্তুত করেছেন। এই পিচ ব্যাটসম্যান এবং বোলার উভয়ের জন্যই ভারসাম্য তৈরি করবে। তবে প্রথম ইনিংসে স্পিনাররা একটু বিশেষ সুবিধা পেতে পারেন। অন্যদিকে দুই দলের কাছেই শক্তিশালী ব্যাটসম্যান থাকায় আজকে ম্যাচে ২ ইনিংসেই রান যথেষ্ট বেশি হবে বলে মনে করা হচ্ছে। ফলে ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখনও পর্যন্ত এই মাঠে আইপিএলের মোট ২৭ টি ম্যাচ খেলা হয়েছে যার মধ্যে ১৪ টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জয়লাভ করেছে।

Show Full Article
Next Story