দাদার পর ঘরোয়া ক্রিকেট মাতাচ্ছে ভাইও, রঞ্জি ফাইনালে শচীনের বড় রেকর্ড ভেঙ্গে দিলেন মুশির

আজ রঞ্জি ট্রফি ২০২৪ ফাইনালের (Ranji Trophy 2024 Final) তৃতীয় দিন। এই তৃতীয় দিনেই একের পর এক ইনিংসের সাক্ষী থাকলো...
techgup 12 March 2024 5:48 PM IST

আজ রঞ্জি ট্রফি ২০২৪ ফাইনালের (Ranji Trophy 2024 Final) তৃতীয় দিন। এই তৃতীয় দিনেই একের পর এক ইনিংসের সাক্ষী থাকলো ক্রিকেটবিশ্ব। প্রথমে মুম্বাইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানের ৭৩ রানের ইনিংস। তারপর শ্রেয়াস আইয়ারের ৯৫ রানের ইনিংস। খুব খারাপ ছন্দের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি৷ কিন্তু আজ রঞ্জির ফাইনালে বিদর্ভর বিরুদ্ধে ৯৫ করেছেন তিনি। আর একদিকে ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে দিলেন সরফরাজ খানের ভাই মুশির খান (Musheer Khan)।

১৯৯৪-৯৫ মরশুমের রঞ্জি ট্রফির ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে অনেক কম বয়সে সেঞ্চুরি করেছিলেন শচীন। তখন তার বয়স ছিল ২০ বছর। এবার রঞ্জির ফাইনালে সেই ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে ইতিহাস তৈরী করেছেন মুশির খান। মাত্র ১৯ বছর বয়সে রঞ্জি ট্রফির ফাইনালের মতো ম্যাচে সেঞ্চুরি করেছেন মুশির। মুম্বাইয়ের ইতিহাসে সবথেকে কম বয়সী হিসাবে এই সেঞ্চুরিটি করেছেন তিনি।

শুধু সেঞ্চুরি করেই মুশির সীমাবদ্ধ ছিলেন তা নয়, ১৩৬ রানের ইনিংস খেলেছেন এই ডান-হাতি ব্যাটার। তবে এই রান করতে অনেকটা সময় নিয়েছেন মুশির। ৩২৬ বল খেলে ১৩৬ রান করেন তিনি। যার মধ্যে সামিল ছিল ১০ টি বাউন্ডারি। তারপর টি ব্রেকের আগে হার্শ দুবের বলে আউট হন তিনি। আজ মুশিরের ব্যাটিংয়ে ভরসা করে বিদর্ভের থেকে ৫০০ এর অধিক রানের লিড নিয়েছে মুম্বাই।

রঞ্জি ট্রফিতেই যে মুশির এরকম খেলছেন, এমনটা নয়। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারতের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করেছিলেন তিনি। সেখানে ৭ টি ম্যাচ খেলে ৩৬০ রান করেছিলেন সরফরাজের ভাই। যার মধ্যে ছিল দুটি সেঞ্চুরি, এছাড়া বল হাতেও সেখানে ৭ টি উইকেট নিয়েছিলেন মুশির। বর্তমানে রঞ্জিতেও নজর কাড়ছেন তিনি। অনেক বিশেষজ্ঞই তাকে দেখে মনে করছেন, খুব শীঘ্রই দাদার মতো জাতীয় দলে সুযোগ পেতে পারেন মুশির।

Show Full Article
Next Story