Sport

‘এই জয়ে ওদের মুখে….’, পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের মানুষের জন্য স্পেশাল মেসেজ শান্তর

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়কে ‘স্পেশাল’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি বলেন- “এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয়, কারণ গত মাসে বাংলাদেশে কন্ডিশন আমাদের জন্য কঠিন ছিল। এখনও কিছু সমস্যা রয়ে গেছে। তবে বাংলাদেশে আমরা একে অপরকে সমর্থন করি এবং আমি খুশি যে এই জয় তাদের মুখে একটু হাসি এনে দিয়েছে।”

“আমরা আমাদের পারফরম্যান্সে খুশি এবং দ্বিতীয় ম্যাচে আমরা আমাদের ছেলেদের আরও বেশি আনন্দ দিতে চাই। এটা আমাদের জন্য বিশেষ জয় ছিল, বিশেষ করে এখানকার গরম কন্ডিশন ও পিচের সঙ্গে আমরা যেভাবে মানিয়ে নিয়েছি তার বিবেচনায়।” শান্ত আরো বলেন যে তিনি শেষ দিনে ম্যাচটি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন কারণ পিচে খেলা কঠিন হয়ে উঠছিল এবং তার দলে কিছু অভিজ্ঞ স্পিনার এবং ভাল ফাস্ট বোলার ছিল। “আমি মনে করি সাকিব ও মিরাজ আজ কন্ডিশন বিবেচনায় সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা জানতাম ৯০ রানের লিড নিয়ে পাকিস্তান শেষ দিনে চাপে থাকবে।”

নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল, ফলে বাংলাদেশের বিপক্ষে ৩০ রানের টার্গেট দেয়। পঞ্চম দিন চা বিরতির আগে মাত্র ৬.৩ ওভারে বিনা উইকেটে বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার জাকির হাসান ১৫ ও সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত থাকেন। এর আগে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ (৪/২১) ও বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান (৩/৪৪) একসঙ্গে ৭ উইকেট নেন।

৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে ৫৬৫ রান করে ১১৭ রানের লিড নেয় বাংলাদেশ। সকালে এক উইকেটে ২৩ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস বাড়ালেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। প্রথম ইনিংসে ১৭১ রান করা মোহাম্মদ রিজওয়ান দ্বিতীয় ইনিংসেও করেন ৫১ রান। কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সহায়তা পাননি তিনি। পাকিস্তানের মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পেরেছিলেন। রিজওয়ান ছাড়াও আছেন ওপেনার আব্দুল্লাহ শফিক (৩৭), সাবেক অধিনায়ক বাবর আজম (২২) ও বর্তমান অধিনায়ক শান মাসুদ (১৪) করেন। মেহেদী হাসান মিরাজ ও সাকিব ছাড়া একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রান করেই অলআউট হয়ে যায় পাকিস্তান।

Suman Patra

Share
Published by
Suman Patra

Recent Posts

পুজোর আগে 22,000 টাকা ডিসকাউন্ট এই বৈদ্যুতিক স্কুটারে, এক চার্জে 110 কিমি রেঞ্জ

DION Electric Vehicles ভারতীয় ক্রেতাদের জন্য দু'টি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল। সংস্থাটির তরফে…

4 mins ago

বাজারে সুপারহিট Bajaj কোম্পানির CNG বাইক, প্রথম মাসে কটা বিক্রি হল জানেন?

Bajaj Auto গত মাসে বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করেছে, যার নাম Freedom 125 ।…

28 mins ago

Realme Note 60: নোট সিরিজে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি, অল্প দামে দুর্দান্ত ফিচার্স

Realme Note 60 ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই ইন্দোনেশিয়ার বাজারে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে, যা এর…

32 mins ago

হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে সাংবাদিককে জরিমানা করল পুলিশ

হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে জরিমানার সম্মুখীন হলেন পেশায় সাংবাদিক এক ব্যক্তি। শুনলে অবাক…

34 mins ago

Odisha FC: আর্জেন্টিনার দলকে হারালো ভারতীয় ক্লাব, বন্দোদকার ট্রফিতে বড় নজির ওড়িশা এফসির

গতকাল ভারতের ওড়িশা এফসি বনাম আর্জেন্টিনার ডিফেনসা ওয়াই জাস্টিসিয়ার ম্যাচে প্রথম থেকেই দুই দল প্রভাব…

38 mins ago

ট্যাবলেট কিনবেন? সীমিত সময়ের জন্য সস্তা হল Apple iPad

বাড়ির বা অফিসের কাজের জন্য ট্যাবলেট কিনতে চাইলে সুখবর। Apple iPad এখন অনেক সস্তায় পাওয়া…

39 mins ago