Indian Cricket Team Head Coach: হেড কোচের জন্য আবেদন শেষ হতেই চোখ কপালে BCCI-এর, ভারতের কোচ হতে আবেদন ধোনি, মোদি, অমিত শাহদের

বিসিসিআই (BCCI) বর্তমানে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। গতকাল এই পদের জন্য আবেদনের শেষ তারিখ ছিল। তবে এই প্রক্রিয়া শুরু হওয়া থেকেই একাধিক ক্রিকেটারদের নাম ভারতীয় দলের নতুন কোচের জন্য ক্রিকেট মহলে আলোচনায় উঠে এসেছিল। এবার আবেদন নেওয়া শেষ হওয়ার পর দেখা গেল এক অদ্ভুত ছবি।

আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বের সময়সীমা শেষ হয়ে যেতে চলেছে। এর ফলে বদলি হিসাবে একজন অভিজ্ঞ ক্রিকেটারকে খোঁজার জন্য বিসিসিআই ১৩ মে গুগল ফর্মের মাধ্যমে আবেদন নেওয়া শুরু করে। গতকাল অর্থাৎ আইপিএল শেষ হওয়ার একদিন পর এই গুরুত্বপূর্ণ পদের জন্য আবেদন নেওয়া শেষ হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচের জন্য ৩০০০-এরও বেশি আবেদন জমা পড়েছে। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ সহ একাধিক ভুয়ো নাম থেকে এসেছে। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), হরভজন সিং, বীরেন্দ্র সেহবাগের সঙ্গে দীর্ঘ তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মতো রাজনীতিবিদদেরও নামও রয়েছে।

২০২২ সালে যখন বিসিসিআই প্রধান কোচের পদের জন্য আমন্ত্রণ জানিয়েছিল সেই সময়ও ৫,০০০ আবেদন এসেছিল এবং বেশিরভাগই ছিল ভুয়ো। উল্লেখ্য ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এক দিনের বিশ্বকাপ পর্যন্ত এই নতুন প্রধান কোচের কার্যক্রমের সময়সীমা থাকবে। এর আগে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছিলেন এই পদের জন্য তারা এমন একজন ব্যক্তিকে খুঁজছেন যার ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সমস্ত পর্যায় সম্বন্ধে সঠিক ধারনা আছে। এর ফলে বর্তমানে গৌতম গম্ভীরের নামই সবচেয়ে বেশি এই পদের জন্য আলোচনায় রয়েছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago