মঙ্গলবার প্যারিস ২০২৪ অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৯.৩৪ মিটার ছুঁড়ে ভারতের নীরজ চোপড়া ফাইনালে উঠেছেন। এবার আজ শিরোপা রক্ষার লড়াইয়ে নামবেন তিনি। ভারতীয় জ্যাভলিন থ্রোয়াররা এই ইভেন্টে বর্তমান অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন। টোকিও ২০২০-তে, ২৬ বছর বয়সী এই অ্যাথলেট পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন এবং অলিম্পিকে অ্যাথলেটিক্স ইভেন্টে পদক জেতা প্রথম ভারতীয় হয়েছিলেন।
অলিম্পিকে জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়াকে কোথায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে?
ভক্তরা প্যারিস থেকে স্পোর্টস ১৮ এ সমস্ত লাইভ অ্যাকশন উপভোগ করতে পারেন। এটি জিও সিনেমাতেও বিনামূল্যে লাইভ স্ট্রিম করা হবে।
জ্যাভলিন ইভেন্টে মোট ৯ জন খেলোয়াড় সরাসরি এন্ট্রি পেয়েছেন। প্যারিস ২০২৪-এর সমস্ত ফিল্ড ইভেন্টের মতো, জ্যাভলিন থ্রো ইভেন্টটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে – কোয়ালিফিকেশন রাউন্ড এবং ফাইনাল মেডেল রাউন্ড। বাছাই পর্বে ৩২ জন অ্যাথলেটকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ৯ ক্রীড়াবিদ ৮৪ মিটার মার্ক অর্জন করেছেন এবং সরাসরি চূড়ান্ত পেয়েছেন। ১২ সদস্যের ফাইনালের জন্য বাকি তিনটি জায়গা পূরণ করা হয়েছে পরবর্তী সেরা পারফর্মারদের দিয়ে।
২০২৪ প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে পৌঁছানো ক্রীড়াবিদদের তালিকা
জ্যাকব ওয়াডলেজ
অ্যান্ডারসন পিটার্স
কেশর্ন ওয়ালকট
আরশাদ নাদিম
জুলিয়ান ওয়েবার
জুলিয়াস ইয়েগো
ল্যাসি এটেলটেল
নীরজ চোপড়া
আন্দ্রিয়েন মারডারে
অলিভার হেল্যান্ডার
লুইজ মরিসিও দা সিলভা
টনি কেরেনান