Neeraj Chopra Statement: সোনা‌ না‌ জিতলেও হতাশ‌ নন নীরজ, জানালেন সামনে নিজের লক্ষ্যের ব্যাপারে

গতকাল রাতে জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া ৬ বারের মধ্যে ৫ বার লাইন স্পর্শ করে ফেললেও, দ্বিতীয় থ্রোতে ৮৯.৪৫ মিটার জ্যাভলিন নিক্ষেপ করেন তিনি। এটি ছিল ২০২৪ সালে তার সবথেকে সেরা থ্রো।

Neeraj Chopra Silver Winner In Paris Olympics 2024 Said About How He Feels And What He Have To Do

গতকাল রাতে প্যারিস অলিম্পিক ২০২৪ এর জ্যাভলিন থ্রো গেমে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক নিজের নাম করেছেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। ২০২০ টোকিও অলিম্পিকে তার হাত ধরে স্বর্ণ পদক এলেও, এবারে তার পুনরাবৃত্তি করতে পারেননি নীরজ। এদিকে ৯২.৯৭ মিটার থ্রো করে অলিম্পিক ইতিহাসে সোনালি অক্ষরে নিজের নাম লিখিয়েছেন পাকিস্তানি তারকা আর্শাদ নাদিম। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক ২০২৪ এ স্বর্ণপদকও নিজের নাম করেছেন তিনি।

তবে নীরজ চোপড়ার থ্রো কোনো অংশে পিছিয়ে ছিল না। ৬ বারের মধ্যে ৫ বার তিনি লাইন স্পর্শ করে ফেললেও, দ্বিতীয় থ্রোতে ৮৯.৪৫ মিটার জ্যাভলিন নিক্ষেপ করেন তিনি। এটি ছিল ২০২৪ সালে তার সবথেকে সেরা থ্রো। কিন্তু তারপরেও পাকিস্তানি তারকা নাদিমের থেকে পিছিয়ে থাকায় রৌপ্য পদক জুটেছে তার ভাগ্যে। কিন্তু তারপরেও নিরাশ নন নীরজ, দেশকে পদক এনে দিতে পেরে খুবই গর্বিত তিনি। এছাড়াও নিজের ভুলত্রুটির দিকেও দৃষ্টি দেওয়ার বিষয়েও বলতে শোনা গেছে তাকে।

একটি সাংবাদিক আলাপে নীরজ চোপড়া বলেছেন, “আমি খুশি যে আমি আমার দেশের জন্য একটি পদক জিততে পেরেছি, এতে আমি সন্তুষ্ট। এই দিনটি আমার ছিল না। এখনো আমার অনেক কাজ বাকি আছে এবং আমাকে অনেক ভুল সংশোধন করতে হবে। এটিই সঠিক সময় প্রশিক্ষণে ফিরে যাওয়ার এবং উন্নতি করার।” এছাড়া চোট থেকে ফিরে আসার বিষয়েও মুখর হয়েছেন তিনি।

শুধু নীরজ নন, নীরজের মা সরোজ দেবীও সাংবাদিক আলাপে তার ছেলের চোটের কথা জানিয়েছেন। নীরজের মা বলেছেন, “আমরা রৌপ্য পদক নিয়ে খুব খুশি, এটি আমাদের কাছে সোনা জয়ের মতোই আনন্দ এনে দিয়েছে৷ আসলে নীরজ চোট পেয়েছিল। তাই এই পারফরমেন্সের থেকে ভালো কিছু আর হতে পারে না।” এছাড়াও নিজের ছেলের পাশাপাশি পাকিস্তানের স্বর্ণপদক জয়ী আর্শাদ নাদিমকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন