আইপিএলে ব্যস্ত সব প্লেয়াররা, এবার পাকিস্তান টি-২০ সিরিজের জন্য একদমই আনকোরা দল ঘোষণা কিউইদের

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে দলগুলি বিভিন্ন দিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজগুলিকে খুবই গুরুত্বের...
techgup 3 April 2024 12:51 PM IST

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে দলগুলি বিভিন্ন দিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজগুলিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। এই মাসেই নিউজিল্যান্ড পাকিস্তানের (Newzealand vs Pakistan match) বিপক্ষে পাকিস্তানের মাটিতেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে। তবে আইপিএলে কিউইদের একাধিক তারকা ক্রিকেটার ব্যস্ত থাকায় তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা করে এবার এই সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা করল।

২০২২ শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে কেন উইলিয়ামসনের নেতৃত্বে কিউইরা ৭ উইকেটে পরাজিত হয়। তবে আসন্ন পাক বাহিনীদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এবার অভিজ্ঞ অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে (Michael Bracewell) অধিনায়ক হিসাবে নিয়ে এসে নিউজিল্যান্ড রীতিমতো চমক দিয়েছে। ব্রেসওয়েল গত বছরের মার্চ থেকে আঙুল ভেঙে যাওয়ার মতো গুরুতর চোটের কারণে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

অন্যদিকে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত তারকা ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার এবং কেন উইলিয়ামসন আইপিএলে অংশগ্রহণ করায় তারা এই দলের বাইরে আছেন। প্রসঙ্গত এই ক্রিকেটারদের মধ্যে কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা এই বছর আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। তবে তরুণ ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে অভিজ্ঞ ওপেনার ফিন অ্যালেন, অলরাউন্ডার জিমি নিশাম এবং স্পিনার ইশ সোধি দলকে ভরসা দেবেন।

এছাড়াও উইল ও’রকে এবং টিম রবিনসনের মতো তরুণ প্রজন্মের ক্রিকেটাররা এই সিরিজে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক করতে পারেন। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ১৮ এপ্রিল শুরু হবে এবং শেষ ম্যাচটি ২৭ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রকাশিত টি-টোয়েন্টি দল (New Zealand T20 squad against Pakistan)

মাইকেল ব্রেসওয়েল (c), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রকে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেফার্ট, ইশ সোধি

Show Full Article
Next Story