Indian Football: কারো চোট, তো কারো পরীক্ষা, বিশ্বকাপ বাছাইপর্বে কুয়েতের বিরুদ্ধে ম্যাচের আগেই ছিটকে গেলেন ৯ জন প্লেয়ার

ভারতীয় ফুটবল দল এখন আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের (2026 FIFA World Cup and 2027 AFC Asia Cup Qualifier)…

ভারতীয় ফুটবল দল এখন আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের (2026 FIFA World Cup and 2027 AFC Asia Cup Qualifier) পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তাদের প্রস্তুতি শুরু করেছে। এই ম্যাচগুলিকে সামনে রেখে ভারতীয় দলের প্রধান কোচ ইগর স্টিমাচ (Igor Stimac) নতুন করে দল সাজানোর চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিকভাবে ২৬ জন ফুটবলারদের বাছাই করে তিনি প্রস্তুতি শুরু করলেও একাধিক ফুটবলারের অনুপস্থিতি এখন চিন্তা বাড়াচ্ছে।

সুনীল ছেত্রীর নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ব্লু টাইগারদের খেলার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় দল এই বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্ৰুপ ‘এ’-তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এই টুর্নামেন্টের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে ব্লু বিগ্রেডরা কুয়েতের বিপক্ষে ৬ জুন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মাঠে নামবে। এরপর বিশ্বকাপের এই বাছাইপর্বে ১১ জুন ভারতীয় দল দোহাতে কঠিন প্রতিপক্ষ কাতারের মুখোমুখি হবে।

তার আগে কোচ ইগর স্টিমাচ ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে প্রশিক্ষণ শুরু করেছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ শিবিরের আগেই ৯ জন ফুটবলার দলের বাইরে চলে গেছেন। খেল নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে একটি সূত্র জানায়, “কুয়েত এবং কাতারের বিরুদ্ধে আসন্ন কোয়ালিফায়ারের আগে চলমান ভারতীয় ফুটবল দলের শিবির থেকে ৯ জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৮ জন ফুটবলারের চোট থাকলেও একজন নিজের ব্যক্তিগত কারণে উল্লেখ করেছেন। “

উল্লেখ্য এই তালিকায় থাকা লালেংমাওইয়া (Lalengmawia), আকাশ মিশ্র (Akash Mishra), দীপক ট্যাংরি (Deepak Tangri) জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। একমাত্র লালেংমাওইয়ার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় তিনি এই গুরুত্বপূর্ণ শিবির থেকে নিজেকে তুলে নিয়েছেন। ফলে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলের কর্মকর্তারা রীতিমতো চিন্তার মধ্যে আছেন।

ভারতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শিবির থেকে বেরিয়ে যাওয়া ৯ জন ফুটবলারের তালিকা:

রোশাম সিং নওরেম- চোট
মোহাম্মদ ইয়াসির- চোট
বিবিন মোহনন- চোট
রাহুল কানোলি প্রবীণ- চোট
ইসাক ভ্যানলালরুরাতফেলা- চোট
আকাশ মিশ্র- চোট
দীপক ট্যাংরি- চোট
লালরিনজুয়ালা হাওনার- চোট
লালেংমাওইয়া- ব্যক্তিগত কারণ (বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা)