Nisha Dahiya: তীরে এসে তরী ডুবলো ভারতের, কুস্তির কোয়ার্টার ফাইনালে চোটের কারণে জেতা ম্যাচ হারলো নিশা দাহিয়া

আজ দশম দিনে পা রেখেছে প্যারিস অলিম্পিক ২০২৪। আর এই দশম দিনেই নজর কেড়েছেন ভারতীয় মহিলা কুস্তিগির নিশা দাহিয়া। এমনিতেই সেমিফাইনালে লক্ষ্য সেনের পরাজয়ের খবর…

Nisha dahiya indian women wrestler lost against Kore in frerstyle wrestling match but alive hope for Bronze in paris Olympics

আজ দশম দিনে পা রেখেছে প্যারিস অলিম্পিক ২০২৪। আর এই দশম দিনেই নজর কেড়েছেন ভারতীয় মহিলা কুস্তিগির নিশা দাহিয়া। এমনিতেই সেমিফাইনালে লক্ষ্য সেনের পরাজয়ের খবর ভারতীয় ক্রীড়াপ্রেমীদের হৃদয় ভেঙ্গেছে। তারপরেও সোনা জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন পানিপথের মেয়ে নিশা দাহিয়া। যদিও জ্যাভলিনে নীরজ চোপড়ার পরেই সোনা জয়ের আশা রয়েছে এই কুস্তি থেকেই। কিন্তু সেই আশা থেকেই হাত ধুয়ে বসেছেন নিশা।

হতাশার মাঝেই ভারতীয় কুস্তিগির পৌঁছে গিয়েছিলেন মহিলাদের ৬৮ কেজি ফ্রি স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালে। সোমবার শেষ ষোলোর লড়াইয়ে তথা প্রি কোয়ার্টার ফাইনালে নিশা মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের তেতিয়ানা সোভা রিঝকোর। তাকে ৬-৪ এর ব্যবধানে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন ভারতের নিশা দাহিয়া।

প্যারিস অলিম্পিক থেকে এখনো পর্যন্ত তিনটি পদক এসেছে ভারতের ঝুলিতে, যার মধ্যে তিনটিই জিতেছেন ভারতীয় শুটাররা। উল্লেখ্য, জোড়া পদক জিতে ভারতের নাম উজ্জ্বল করেছেন মনু ভাকের। এছাড়া একটি পদক জিতেছেন স্বপ্নিল কুসালে। শুটিং থেকেই চতুর্থ পদক জয়ের আশা থাকলেও, সোমবার মহেশ্বরী চৌহান ও অনন্ত জিৎ সিংহ নারুকাকে হার মানতে হয় চীনের জিয়াং ইতিং ও লিউ জিয়ানলিন জুটির কাছে।

এই মুহূর্তে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা তাকিয়ে ছিলেন কুস্তিতে নিশা দাহিয়ার দিকে। তবে কোয়ার্টার ফাইনালে এসে উত্তর কোরিয়ার পাক সল গুমের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হাতে গুরুতর চোট পান নিশা। চোট পাওয়ার আগে নিশা ৮-২ পয়েন্টে এগিয়ে ছিলেন। শেষমেষ যন্ত্রণা নিয়ে লড়াই চালিয়ে নিশা ম্যাচ হারেন ৮-১০ ব্যবধানে। যদি কোরিয়ার পাম দল গুম ফাইনালে ওঠেন, তবে ব্রোঞ্জ পদকের দৌড়ে টিকে থাকবেন নিশা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন