ম্যাচের আগের দিনে ধরতে পারছেন না ব্যাট, একহাতে চলছে অনুশীলন,‌ LSG ম্যাচে অনিশ্চিত KKR তারকা

ইতিমধ্যে এবার আইপিএলের ৪ টি ম্যাচ খেলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যার মধ্যে ৩ টি ম্যাচ জিতে...
techgup 13 April 2024 9:20 AM IST

ইতিমধ্যে এবার আইপিএলের ৪ টি ম্যাচ খেলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যার মধ্যে ৩ টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তবে একটি বিষয় এখনো কেকেআর ভক্তদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটি হল কেকেআরের সহ-অধিনায়ক নিতীশ রানা (Nitish Rana) কবে থেকে খেলবেন!

নিতীশ রানা এবারের আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাতের আঙ্গুলে চোট পান। যার কারণে তারপর থেকে ৩ টি ম্যাচে অনুপলব্ধ ছিলেন তিনি। তবে বর্তমানে তিনি কেকেআর ক্যাম্পে যোগদান করেছেন ঠিকই, কিন্তু এখনো চিন্তার মেঘ সরেনি নাইটদের উপর থেকে। কারণ, আরও কয়েকটি ম্যাচ মিস করতে হতে পারে নিতীশ রানাকে।

সম্প্রতি কেকেআরের অনুশীলনে নিতীশ রানাকে দেখা গেছে এক হাতের সাহায্যে নেটে ব্যাটিং করতে। একবারের জন্যও দুই হাতের ব্যাবহার করেননি তিনি। এছাড়া খুব হালকা ধরনের তথা মংগুস ব্যাটের সাহায্যে নেটে অনুশীলন করছিলেন তিনি। তবে খুব বেশিক্ষণ অনুশীলন করতেও পারেননি রানা। দেখে মনেই হচ্ছে, তিনি এখনো ১০০ শতাংশ ফিট নন। এই পরিস্থিতি এখনো ভাবার বিষয় হয়ে দাঁড়িয়ে রয়েছে কেকেআর ভক্তদের কাছে।

https://twitter.com/KRxtra/status/1778805681350746482

প্রসঙ্গত, এই অবস্থা থাকলে আগামীকাল ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে (KKR vs LSG) বেঞ্চে বসেই কাটাতে হবে নিতীশ রানাকে। এমনকি মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অনুপলব্ধ থাকতে পারেন তিনি৷ যদি কোনো মীরাক্কেল ঘটে, তবেই নিতীশের দ্রুত ফেরা সম্ভব। অন্যদিকে তাকে ফিল্ডিংও করতে দেখা গেছে এক হাতের সাহায্যে। সকলে নিতীশ রানাকে সুস্থ ভেবে নিলেও, এখনো বেশ কয়েকটা ম্যাচে বসে থাকতে হতে পারে তাকে।

Show Full Article
Next Story