Gautam Gambhir: 'ও সুপারিশে এসেছে', ভারতীয় দলের কোচ হতে না হতেই গম্ভীরের উপর গুরুতর আরোপ পাকিস্তানি প্রাক্তনের
টি- টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড়ের মেয়াদ। এমন পরিস্থিতিতে গম্ভীরের নেতৃত্বে টিম ইন্ডিয়ার নতুন অধ্যায় শুরু হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর গৌতম গম্ভীরের রূপে নতুন কোচ পেয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা সফর থেকেই নিজের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড়ের মেয়াদ। এমন পরিস্থিতিতে গম্ভীরের নেতৃত্বে টিম ইন্ডিয়ার নতুন অধ্যায় শুরু হচ্ছে।
তবে এরই মধ্যে টিম ইন্ডিয়ার কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন প্রাক্তন পাক ক্রিকেটার তনভীর হাসান। তানভীর সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের নিয়োগকে "পার্চি" মামলা বলে অভিহিত করেছিলেন। এর পাশাপাশি তিনি বলেছিলেন যে ভিভিএস লক্ষ্মণ গম্ভীরের চেয়ে ভাল বিকল্প হতে পারত, যা টিম ইন্ডিয়াকে নতুন দিশা দেখাতে পারত।
পার্চি শব্দটি পাকিস্তান ক্রিকেটে খুব জনপ্রিয়। পার্চি মানে টিম ইন্ডিয়াতে কারও সুপারিশে কোনো ব্যাক্তিকে কোনও পদে নিয়োগ করা, তাদের যোগ্যতার ভিত্তিতে নয়। পাকিস্তানের ক্রিকেট ওপেনার ইমাম-উল-হককে পার্চি বলে কটাক্ষ করা হয়।
তবে গৌতম গম্ভীরের বিরুদ্ধে তনভীর আহমেদ যে ধরনের অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ ভুল। গম্ভীর বরাবরই চ্যাম্পিয়ন খেলোয়াড়। খেলোয়াড় হিসেবে টিম ইন্ডিয়ার হয়ে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি। ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পর কোচিং স্টাফ হিসেবেও বেশ সাফল্য পেয়েছেন গম্ভীর। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে নতুন উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত তিনি।
তানভীর আহমেদ পাকিস্তানের একজন অজানা খেলোয়াড়। ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে ১০টির কম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি যদি গম্ভীরকে নিয়ে পার্চি বলেন, তাহলে তার আগে নিজের কেরিয়ার নিয়ে ভাবা উচিত।
টি- টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড়ের মেয়াদ। এমন পরিস্থিতিতে গম্ভীরের নেতৃত্বে টিম ইন্ডিয়ার নতুন অধ্যায় শুরু হচ্ছে।