Paris Olympics 2024: দ্বিতীয় দিনেই আসতে পারে ভারতের প্রথম সোনা, দেখে নিন ২৮ জুলাই ভারতীয় দলের সম্পূর্ণ সময়সূচী
প্যারিসে চলতি অলিম্পিক গেমসের দ্বিতীয় দিনে অর্থাৎ রবিবার ব্যাডমিন্টন, শুটিং, সেইলিং, টেবিল টেনিস ও সাঁতারে নিজেদের...প্যারিসে চলতি অলিম্পিক গেমসের দ্বিতীয় দিনে অর্থাৎ রবিবার ব্যাডমিন্টন, শুটিং, সেইলিং, টেবিল টেনিস ও সাঁতারে নিজেদের শক্তি দেখাবে ভারতীয় দল। এই সময় সবার নজর থাকবে ১০ মিটার পিস্তলের ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে নামা মনু ভাকেরের দিকে। এছাড়াও রবিবার থেকে অলিম্পিক অভিযান শুরু করবেন পিভি সিন্ধু। একনজরে দেখে নেওয়া যাক ২৮ জুলাই অলিম্পিকে ভারতীয় দলের সূচি।
ব্যাডমিন্টন
মহিলাদের একক (গ্রুপ পর্ব): পিভি সিন্ধু বনাম এফএন আব্দুল রাজ্জাক (মালদ্বীপ), দুপুর ১২.৫০
পুরুষ একক (গ্রুপ পর্ব): এইচএস প্রণয় বনাম ফাবিয়ান রথ (জার্মানি) – রাত ৮টা
শ্যুটিং
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন: এলাভেনিল ভালারিভান, দুপুর ১২.৪৫
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন: সন্দীপ সিং ও অর্জুন বাবুতা (দুপুর ২.৪৫)
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনাল: মনু ভাকের (দুপুর ৩.৩০)
প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনে ভারতের সম্পূর্ণ সময়সূচী -