Paris Olympics 2024: শুধু ভিনেশ নয়, মিরাবাঈ-এর থেকেও আসতে পারে সোনা, দেখে নিন ৭ আগস্ট ভারতীয় দলের সম্পূর্ণ সময়সূচি

মেয়েদের ৫০ কেজি ওজন শ্রেণিতে তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট ৫-০ গেমে কিউবার ইউসনেলিস গুজম্যান লোপেজকে হারিয়ে ফাইনালে উঠেছেন। তিনিই প্রথম ভারতীয় কুস্তিগীর যিনি কুস্তির ফাইনালে পৌঁছেছেন।

PUJA 7 Aug 2024 11:50 AM IST

মঙ্গলবার স্তাদে দে ফ্রান্সে প্যারিস অলিম্পিকে গ্রুপ বি কোয়ালিফিকেশনের প্রথম প্রচেষ্টায় ৮৯.৩৪ মিটার থ্রোতে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন ডিফেন্ডিং গোল্ডচ্যাম্পিয়ন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জেতা নীরজ তার প্রথম থ্রোতে ৮৪ মিটার কোয়ালিফিকেশন মার্ক অতিক্রম করে তার খেতাব রক্ষার দুর্দান্ত সূচনা করেছিলেন। এটি তার মরসুমের সেরা নিক্ষেপ এবং সমস্ত গ্রুপে সরাসরি ফাইনালের জন্য যোগ্যতা অর্জনকারী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে মেয়েদের ৫০ কেজি ওজন শ্রেণিতে তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট ৫-০ গেমে কিউবার ইউসনেলিস গুজম্যান লোপেজকে হারিয়ে ফাইনালে উঠেছেন। তিনিই প্রথম ভারতীয় কুস্তিগীর যিনি কুস্তির ফাইনালে পৌঁছেছেন। এবার সোনার মেডেল ম্যাচে নামবেন তিনি। এছাড়া রাতে দায়িত্ব নেবেন মহিলা ভারোত্তোলক মীরাবাঈ চানু। একনজরে দেখে নেওয়া যাক ৭ আগস্ট প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের সম্পূর্ণ সূচি।

https://twitter.com/TheKhelIndia/status/1820865883582939145

Show Full Article
Next Story