Paris Olympics 2024: হকি থেকে লক্ষ্য সেনের সেমিফাইনাল, দেখে নিন ৪ আগস্ট ভারতীয় দলের সম্পূর্ণ সময়সূচি
প্যারিস অলিম্পিকে ভারত এখনও পর্যন্ত ৩ টি ব্রোঞ্জ পদক জিতেছে। প্রতিদিন ভারতীয় খেলোয়াড়রা দেশের জন্য পদক জেতার জন্য...প্যারিস অলিম্পিকে ভারত এখনও পর্যন্ত ৩ টি ব্রোঞ্জ পদক জিতেছে। প্রতিদিন ভারতীয় খেলোয়াড়রা দেশের জন্য পদক জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। একই সঙ্গে প্যারিস অলিম্পিকে প্রতিযোগিতার নবম দিনে রবিবার (৮ আগস্ট) সব ধরনের খেলায় অংশ নিতে যাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। শ্যুটিং, বক্সিং, হকি, গল্ফ, ব্যাডমিন্টনের মতো সব খেলাতেই দেখা যাবে ভারতীয় ক্রীড়াবিদদের।
৪ অগাস্ট কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে ভারতীয় পুরুষ হকি দল। এই ম্যাচ জিতে পদক নিশ্চিত করার পথে আরও একধাপ এগিয়ে যাবে ভারতীয় দল। এছাড়া রবিবার পুরুষদের সিঙ্গলসে ভারতের তারকা শাটলার লক্ষ্য সেনেরও সেমিফাইনাল ম্যাচ রয়েছে। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। তাহলে আসুন জেনে নেওয়া যাক ৪ অগাস্ট রবিবার প্যারিস অলিম্পিকে ভারতের সূচি কেমন হতে চলেছে।
Next Story