Paris Olympics 2024: অলিম্পিকের প্রথম দিনে সাতটি খেলায় অংশ নেবে ভারত, দেখে নিন ২৭ জুলাইয়ের সম্পূর্ণ সময়সূচী
২৭ জুলাই অর্থাৎ আজ থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক। প্রতিযোগিতার প্রথম দিন অর্থাৎ শনিবার ব্যাডমিন্টন, বক্সিং, হকিসহ মোট...২৭ জুলাই অর্থাৎ আজ থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক। প্রতিযোগিতার প্রথম দিন অর্থাৎ শনিবার ব্যাডমিন্টন, বক্সিং, হকিসহ মোট সাতটি খেলায় অংশ নেবে ভারত। ভারতের প্রথম ম্যাচ ব্যাডমিন্টনে সকাল সাড়ে সাতটায়, এরপর শেষ ম্যাচ রাত ১২টায় বক্সিংয়ে। এমতাবস্থায় অলিম্পিক্সের প্রথম দিনে ভারতীয় দলের সূচি কেমন থাকবে, তা এখনই দেখে নেওয়া যাক।
প্যারিস অলিম্পিকের প্রথম দিনে ভারতের সময়সূচী
সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের মিশন অলিম্পিকে খেলো ইন্ডিয়ার ইতিবাচক প্রভাব পড়েছে। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, হাংঝাউতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলে 'খেলো ইন্ডিয়া' থেকে মোট ১২৪ জন খেলোয়াড় এসেছিলেন এবং তারা মোট ১০৬টি পদকের মধ্যে ৪২টি পদক জিতেছিলেন।
মাণ্ডব্য জানিয়েছেন, আসন্ন প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে ২৮ জন ভারতীয় দলের ২৫ শতাংশই 'খেলো ইন্ডিয়া'র। হরিয়ানা রাজ্য থেকে, ১২ জন 'খেলো ইন্ডিয়া' খেলোয়াড় প্যারিস অলিম্পিক ২০২৪-এ অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। খেলো ইন্ডিয়া প্রকল্পটি ২০১৭-১৮ সালে চালু হওয়া যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ফ্ল্যাগশিপ সেন্ট্রাল সেক্টর স্কিম।