Olympics Football Live Streaming: আজ থেকে শুরু অলিম্পিকের ফুটবল মহাযুদ্ধ, কোথায় দেখবেন সব ম্যাচ লাইভ? জেনে নিন

আজ থেকে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ফুটবল দলগুলি গ্ৰুপ পর্বের লড়াইয়ে যাত্রা শুরু করেছে। মোট ১৬ টি দল ৪ টি গ্ৰুপ পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে।

SUMAN 24 July 2024 4:39 PM IST

২৬ জুলাই থেকে এই বছর বিশ্বের বৃহত্তম ক্রীড়া টুর্নামেন্ট অলিম্পিক গেমস শুরু হতে চলেছে। প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ভারতের মোট ১১৭ জন সদস্য অংশগ্রহণ করবেন। অন্যদিকে অলিম্পিক গেমস শুরু হতে যাওয়ার আগেই আজ থেকে ফুটবল টুর্নামেন্টের গ্ৰুপ পর্বের ম্যাচগুলি শুরু হচ্ছে। প্রথম দিনেই আর্জেন্টিনা এবং স্পেনের মতো দলকে মাঠে নামতে দেখা যাবে। ফলে জানুন ভারতের কোন টিভি চ্যানেলে এবং অনলাইন প্লাটফর্মে এই ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত করা হবে।

সম্প্রতি শেষ হওয়া কোপা আমেরিকা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফুটবল প্রেমীরা মেতে উঠেছিলেন। এই টুর্নামেন্টগুলিতে আমরা অসংখ্য তারকা ফুটবলার সহ তরুণ প্রজন্মের ফুটবলারদের পারফরম্যান্স করতে দেখেছি। অন্যদিকে অলিম্পিকও একটি ঐতিহ্যবাহী ক্রীড়া টুর্নামেন্টে। ফলে এই টুর্নামেন্টে সোনা জয় জয় করা প্রতিটি দেশেরই স্বপ্ন হয়ে থাকে। আজ থেকে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ফুটবল দলগুলি গ্ৰুপ পর্বের লড়াইয়ে যাত্রা শুরু করেছে। মোট ১৬ টি দল ৪ টি গ্ৰুপ পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে।

২০২৪ প্যারিস অলিম্পিকের ফুটবল টুর্নামেন্টের গ্ৰুপ:-

গ্ৰুপ 'এ'

ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, গিনি

গ্ৰুপ 'বি'

আর্জেন্টিনা, মরক্কো, ইরাক, ইউক্রেন

গ্ৰুপ 'সি'

স্পেন, উজবেকিস্তান, মিশর, ডোমিনিকান রিপাবলিক

গ্ৰুপ 'ডি'

জাপান, প্যারাগুয়ে, মালি, ইসরাইল

আজ অর্থাৎ ২৪ জুলাই প্যারিস অলিম্পিকের ফুটবল টুর্নামেন্টে কোন কোন দল মাঠে নামতে চলেছে?

আর্জেন্টিনা বনাম মরক্কো (ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০)

উজবেকিস্তান বনাম স্পেন (ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০)

গিনি বনাম নিউজিল্যান্ড (ভারতীয় সময় রাত ৮:৩০)

মিশর বনাম ডোমিনিকান রিপাবলিক (ভারতীয় সময় রাত ৮:৩০)

ইরাক বনাম ইউক্রেন (ভারতীয় সময় রাত ১০:৩০)

জাপান বনাম প্যারাগুয়ে (ভারতীয় সময় রাত ১০:৩০)

২০২৪ প্যারিস অলিম্পিকের ফুটবল টুর্নামেন্টের ম্যাচগুলি কোথায় সরাসরি সম্প্রচারিত করা হবে?

২০২৪ প্যারিস অলিম্পিকের ফুটবল ম্যাচগুলি ভারতের স্পোর্টস ১৮-এর টিভি চ্যানেলগুলিতে সরাসরি দেখতে পাওয়া যাবে। এছাড়াও এই গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচগুলি জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটেও সরাসরি লাইভ স্ট্রিম করা হবে।

Show Full Article
Next Story