Paris Olympics-এ প্রথমবার মাঠে নামবে ভারতীয় অ্যাথলিটরা, দেখুন ২৫ জুলাইয়ের সম্পূর্ণ সময়সূচী ও লাইভ স্ট্রিমিং তথ্য
মেয়েদের প্রথম আর্চারি ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন ভারতের ভজন কৌর, অঙ্কিতা ভকত ও দীপিকা কুমারী।
ভারতের অলিম্পিক যাত্রা শুরু হবে ২৫ জুলাই। আগামী ২৬ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। তবে অনুষ্ঠান শুরু হয়েছে বুধবারই। এবার বৃহস্পতিবারই প্রথমবার মাঠে দেখা যাবে ভারতীয় অ্যাথলিটদের। তবে সেটা পদকের ম্যাচ হবে না। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হবে পদক লড়াই। ২৫ জুলাই তিরন্দাজি ইভেন্টে নামবে ভারত। ভারতের ৬ তীরন্দাজ অ্যাকশনে হাজির হতে চলেছেন।
মেয়েদের প্রথম আর্চারি ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন ভারতের ভজন কৌর, অঙ্কিতা ভকত ও দীপিকা কুমারী। ৩০ বছর বয়সী দীপিকার এটি চতুর্থ অলিম্পিক। তিনি ২০১২, ২০১৬ এবং ২০২০ সালে অনুষ্ঠিত অলিম্পিক গেমসেও অংশ নিয়েছিলেন। মেয়েদের অনুষ্ঠান শুরু হবে দুপুর ১টায়। এটাই হবে র্যাঙ্কিং রাউন্ড।
পুরুষদের র্যাঙ্কিং রাউন্ডে লড়বেন বি ধীরজ, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদব। শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে। দুই ক্যাটাগরিতে ৬৪-৬৪ জন আর্চার প্রথম রাউন্ডে নামবেন। অলিম্পিকে শুধু রিকার্ভ আর্চারি থাকে। র্যাঙ্কিং রাউন্ডের ভিত্তিতে নির্ধারিত হবে তীরন্দাজদের সিডিং প্রসেস।
মহিলাদের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ড: দুপুর ১টা (দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, ভজন কৌর)
পুরুষদের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ড: বিকেল ৫টা ৪৫ মিনিট (বি ধীরজ, তরুণদীপ রাই, প্রবীণ যাদব)
কখন এবং কোথায় লাইভ ম্যাচ দেখবেন?
প্যারিস অলিম্পিকের লাইভ সম্প্রচার টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮ এবং মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়।
মেয়েদের প্রথম আর্চারি ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন ভারতের ভজন কৌর, অঙ্কিতা ভকত ও দীপিকা কুমারী।