Paris Olympics India Schedule: দেখে নিন অলিম্পিকে ভারতের সম্পূর্ণ সময়সূচী, ২৭ তারিখ আসতে পারে প্রথম পদক

ভারত ১৬টি খেলায় ৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা সহ ১১৭ জন অ্যাথলিটকে প্যারিসে পাঠিয়েছে। ভারতীয় দলে ১৪০ জন সাপোর্ট স্টাফ ও আধিকারিকও রয়েছেন।

PUJA 21 July 2024 6:13 PM IST

প্যারিস অলিম্পিক ২০২৪ সবে শুরু হতে চলেছে। ভক্তরা এই বড় ক্রীড়া ইভেন্টে তাদের দেশের খেলোয়াড়দের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। টোকিওতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারত এবার আরও বেশি পদক জিততে প্রস্তুত। সাম্প্রতিক এশিয়ান গেমস ২০২৩-এ এই জয় সমর্থকদের মনোবল ও প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। এবার ভারতের পদক সংখ্যা দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে।

ভারত ১৬টি খেলায় ৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা সহ ১১৭ জন অ্যাথলিটকে প্যারিসে পাঠিয়েছে। ভারতীয় দলে ১৪০ জন সাপোর্ট স্টাফ ও আধিকারিকও রয়েছেন। ২৬ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত প্যারিস অলিম্পিকে অংশ নেবেন ভারতীয় অ্যাথলিটরা। ২৫ জুলাই ব্যক্তিগত তিরন্দাজি রাউন্ড দিয়ে ভারতের অলিম্পিক যাত্রা শুরু হবে, এবং ২৭ জুলাই ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে আমাদের পদক জয়ের প্রথম সুযোগ রয়েছে। ২০২৪-এর প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা কোন কোন খেলায় অংশ নেবেন, তার সম্পূর্ণ সময়সূচী আমরা জানাতে চলেছি।

https://twitter.com/InsideSportIND/status/1814604928729460886

Show Full Article
Next Story