Paris Olympics 2024: ১০ মি এয়ার রাইফেলের ফাইনালে জায়গা বানালেন রমিতা জিন্দাল, এবার লক্ষ্য সোনা

প্যারিস অলিম্পিক ২০২৪-এর দ্বিতীয় দিনে ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মহিলা শ্যুটার...
SUMAN 28 July 2024 4:49 PM IST

প্যারিস অলিম্পিক ২০২৪-এর দ্বিতীয় দিনে ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মহিলা শ্যুটার রামিতা জিন্দাল। প্রথম সিরিজে পিছিয়ে পড়ার পর দারুণভাবে কামব্যাক করেন রমিতা। হাংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী রমিতা মোট ৬৩১.৫ স্কোর করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। তিনি এই অলিম্পিকে পিস্তল শ্যুটার মনু ভাকেরের পরে ভারতের দ্বিতীয় শ্যুটার যিনি ফাইনালে জায়গা করে নিয়েছেন। এলাভেনিল প্রাথমিক পর্যায়ে শীর্ষ শ্যুটারদের মধ্যে ছিলেন তবে শেষ কয়েকটি শট তাকে আঘাত করেনি এবং তিনি ৬৩০.৭ স্কোর নিয়ে ফাইনালের জন্য বিতর্কের বাইরে ছিলেন।

রমিতার শুরুটা ছিল ধীরগতিতে এবং ষষ্ঠ ও শেষ সিরিজ পর্যন্ত শীর্ষ আটের মধ্যে ছিল না, তবে শেষ পর্যন্ত কিছু দর্শনীয় শট নিয়ে ফাইনালে জায়গা করে নেন তিনি। তিন বছর আগে টোকিও অলিম্পিকে ১৬তম স্থানে শেষ করা অভিজ্ঞ এলাভেনিল বেশিরভাগ সময় বাছাইপর্বে পঞ্চম স্থানে থাকলেও শেষ সিরিজে ১০৩.৮ স্কোরের কারণে ২৪ বছর বয়সী জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন পঞ্চম থেকে দশম স্থানে নেমে যান।

নয়াদিল্লি ও ভোপালে অলিম্পিক সিলেকশন ট্রায়ালে ৬৩৬.৪ স্কোর করা রমিতার শুরুটা ভালো হয়নি। উদ্বোধনী সিরিজে তিনি ১০৪.৬ স্কোর করেছিলেন। তারপরে তিনি ১০৬.১, ১০৪.৯, ১০৫.৩ এবং ১০৫.৭ স্কোর নিয়ে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন।

দক্ষিণ কোরিয়ার বান হিয়োজিন ৬৩৪.৫ স্কোর করে একটি যোগ্যতা অলিম্পিক রেকর্ড (কিউওআর) স্থাপন করেছেন। এর আগের রেকর্ডটি গড়েছিলেন টোকিও অলিম্পিকে নরওয়ের জ্যানেট হেগ (৬৩২.৯)।

Show Full Article
Next Story