Sport

Paris Paralympic 2024: ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে প্যারালিম্পিকস, কোথায় দেখবেন ফ্রিতে সমস্ত ইভেন্ট?

কয়েকটি বিতর্কীত ঘটনা ছাড়া এই বছর প্যারিস অলিম্পিক সফলভাবেই সমাপ্ত হয়েছে। তবে ভারতীয় দল সেইভাবে এই অলিম্পিকে প্রভাব ফেলতে পারেনি। এবার প্যারিসে প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে। এই অলিম্পিকেও ইতিমধ্যেই ব্লু বিগ্রেডদের নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। গত টোকিও প্যারা অলিম্পিকে ভারতীয় দল অসাধারণ পারফরম্যান্স করে ইতিহাস তৈরি করেছিল।জানুন এই বছর প্যারিসের প্যারা অলিম্পিক কোথায় সরাসরি সম্প্রচারিত করা হবে‌।

২০২০ সালের টোকিও প্যারা অলিম্পিকে ভারতীয় দল মোট ১৯ টি পদক জয় করে যা এই টুর্নামেন্টের ইতিহাসে ব্লু ব্রিগেডদের সবচেয়ে সফল মরসুমকে চিহ্নিত করেছিল। এই প্যারা অলিম্পিকে ১৯ টি পদকের মধ্যে ব্লু ব্রিগেডরা ৫ টি সোনা পদক জয়ের সঙ্গে সঙ্গে ৮ টি রৌপ্য পদক এবং ৬ টি ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়ে দেশকে সন্মান এনে দেয়। অন্যদিকে এই বছর প্যারিস প্যারা অলিম্পিক আসন্ন ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে এবং টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই বছর প্যারা অলিম্পিকে ভারত থেকে মোট ৮৪ জন ক্রীড়াবিদকে অংশগ্রহণ করতে দেখা যাবে।

তাদের মধ্যে প্যারিসে এই বছর শুটিং বিভাগে ভারতের অবনী লেখারা এবং জ্যাভলিন বিভাগে সুমিত আন্তিলের দিকে বিশেষ নজর রয়েছে। টোকিও প্যারা অলিম্পিকে অবনী মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জয় করেছিলেন। অন্যদিকে সুমিত পুরুষদের এফ ৬৪ জ্যাভলিন থ্রোতে দেশকে সোনা এনে দেন। তিনি ফাইনালে ৬৮.৫৫ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছিলেন। ফলে তারা এই বছর প্যারিস অলিম্পিকেও অসাধারণ পারফরম্যান্স করে ভারতকে সম্মান এনে দেবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

প্যারিসের প্যারা অলিম্পিকের ম্যাচগুলি ভারতে কোথায় সরাসরি সম্প্রচারিত করা হবে?

ভারতীয় ভক্তরা প্যারিসের প্যারা অলিম্পিকের ম্যাচগুলি টিভিতে দূরদর্শন স্পোর্টস চ্যানেলে এবং স্পোর্টস ১৮-এর চ্যানেলগুলিতে সরাসরি দেখতে পাবেন। এর সঙ্গেই অনলাইনে প্যারা অলিম্পিক জিও সিনেমা অ্যাপে এবং ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে সম্প্রচারিত করা হবে।

এছাড়াও অফিসিয়াল প্যারা অলিম্পিক ইউটিউব চ্যানেল এবং আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনুরাগীরা প্যারিস ২০২৪ প্যারা লিম্পিকের খবর জানতে পারবেন।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

23 mins ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

27 mins ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

32 mins ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

53 mins ago

Dear Lottery Results Today 23 August: ডিয়ার লটারি দুপুর একটার, সন্ধ্যা ছটা ও রাত আটটার রেজাল্ট

আজ 23 আগস্ট তারিখের ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এখানেই নাগাল্যান্ড স্টেট লটারি পরিচালিত…

55 mins ago

টাটা-মারুতির মাথাব্যাথা বাড়াচ্ছে Mahindra, এই গাড়ি কিনতে আসছে হাজার হাজার ক্রেতা

Mahindra এপ্রিল মাসে XUV300-এর Facelift ভার্সন ভারতে লঞ্চ করেছিল, যার নাম XUV 3XO। সেগমেন্ট ফার্স্ট…

2 hours ago