Categories: Sport

WI vs ENG: এক ওভারে ৩০! সল্টের ধ্বংসলীলায় ২ ওভার থাকতেই ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড

গতকাল থেকে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার ৮-এর মহারণ শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচেই গ্ৰুপ ২ থেকে দক্ষিণ আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে যাত্রা শুরু করেছে। আজ গ্ৰুপ ২ থেকে সহ আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের (West Indies vs England match) মুখোমুখি হয়। ম্যাচে প্রথম থেকেই ক্যারিবিয়ানরা দাপট দেখালেও ইংলিশ বাহিনীও সমানভাবে লড়াই চালায়।

আজ সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ফলে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্র্যান্ডন কিং (Brandon King) এবং জনসন চার্লস (Johnson Charles) ওপেনিং করতে আসেন। তবে স্যাম কুরানের করা বলে পঞ্চমতম ওভারে চোট পেয়ে ব্র্যান্ডন কিং ১৩ বলে ২৩ রান করে মাঠের বাইরে চলে যান। এরপর জনসনের সঙ্গে নিকোলাস পুরান ব্যাট করতে নেমে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ইংল্যান্ডের বোলিং আক্রমণও ক্যারিবিয়ানদের চাপের মুখে রেখেছিল।

ফলে ম্যাচে জনসন চার্লস ৩৪ বলে ৪ টি চার এবং ১ টি ছয়ের মাধ্যমে মোট ৩৮ রান করেন এবং পুরানের ব্যাট থেকে ৩২ বলে ৪ টি চার এবং ১ টি ছয়ের মাধ্যমে মোট ৩৬ রান আসে। এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েল (Rovman Powell) ব্যাট করতে নেমে বিধ্বংসী হয়ে ওঠেন‌। তিনি একাই ১৭ বলে ৫ টি ছয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ৩৬ রান করেন। শেষে ওয়েস্ট ইন্ডিজ শেরফেন রাদারফোর্ডের ১৫ বলে ২৮ রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রানে পৌঁছায়। উল্লেখযোগ্যভাবে ইংল্যান্ডের ৭ জন ক্রিকেটার আজ বল করেছেন। তাদের মধ্যে জোফরা আর্চার, আদিল রশিদ, মঈন আলী এবং লিয়াম লিভিংস্টোন ১ টি করে উইকেট তুলে নেন।

এরপর দ্বিতীয় ইনিংসে ১৮১ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট (Phil Salt) অধিনায়ক জস বাটলারের সঙ্গে দুরন্ত ব্যাটিং শুরু করেন। বাটলার ২২ বলে ২৫ রান করে আউট হয়ে গেলে সল্ট স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। গুরুত্বপূর্ণ সময় সল্টের সঙ্গে জনি বেয়ারস্টো (Jonny Bairstow) এসে দলের হাল ধরেন। এই দুই ব্যাটসম্যানের ওপর ভর করেই ইংল্যান্ড শেষ পর্যন্ত দুরন্ত জয় তুলে নেয়। ফিল সল্ট ৪৭ বলে ৭ টি চার এবং ৫ টি ছয়ের মাধ্যমে অপরাজিত ৮৭ রান করেন। এছাড়াও জনি বেয়ারস্টোর ব্যাট থেকে ২৬ বলে ৫ টি চার এবং ২ টি ছয়ের মাধ্যমে অপরাজিত ৪৮ রান আসে। ফলে ইংল্যান্ড ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭.৩ ওভারেই ৮ উইকেটে বিশাল জয় তুলে নেয়।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচের স্কোরবোর্ড (West Indies vs England match scoreboard):

ওয়েস্ট ইন্ডিজ- ১৮০/৪ (২০.০ ওভার)

জনসন চার্লস- ৩৮ (৩৪)

ইংল্যান্ড- ১৮১/২ (১৭.২ ওভার)

ফিল সল্ট- ৮৭* (৪৭)

Julai Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago