PBKS VS DC: মধুর হলনা পান্থের কামব্যাক, নতুন মাঠে দিল্লিকে হারিয়ে প্রথম জয় শিখরদের

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস (Punjab Kings vs Delhi...
techgup 23 March 2024 7:35 PM IST

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস (Punjab Kings vs Delhi Capitals)। ঋষভ পান্থের (Rishabh Pant) কামব্যাক ম্যাচ ছিল এটি। কিন্তু এই ম্যাচে পাঞ্জাবের কাছে ৪ উইকেটে হারতে হল ঋষভের দিল্লিকে। রুদ্ধশ্বাস ম্যাচে ৪ বল বাকি থাকতেই জয় তুলে নিল পাঞ্জাব।

আজ চন্ডীগড়ের মহারাজা যদাবিন্দ্র সিং স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথমে দিল্লি ক্যাপিটালস ব্যাটে এসে ৯ উইকেটের বিনিময়ে ১৭৪ রান করে। যার মধ্যে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ যথাক্রমে ২৯ এবং ২০ রান করেন। পরবর্তী ব্যাটার শেই হোপও ৩৩ রান করেন। ঋষভ পান্থও আজ প্রায় ১৫ মাস কামব্যাক করে ১৮ রান করেছেন। অবশেষে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে ২১ এবং বাংলার ছেলে অভিষেক পোড়েলের ব্যাট থেকে ১০ বলে ৩২ রানের দৌলতে ওই রানে পৌঁছায় দিল্লি।

পাঞ্জাব কিংসকে সিজনের প্রথম ম্যাচ জিততে হলে প্রয়োজন ছিল ২০ ওভারে ১৭৫ রান। যা তাড়া করতে ওপেনে নেমে খুব ভালোই শুরু করেছিলেন শিখর ধাওয়ান এবং জনি বেয়ারস্টো। শুরুটা খুব ভালো করলেও, চতুর্থ ওভারেই ২২ রান করে ইশান্ত শর্মার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ওই ওভারেই মাত্র ৩ বলে ৯ রান করে দুর্ভাগ্যবশত রানআউট হন জনি বেয়ারস্টো। এরপর ব্যাট করতে এসে প্রভসিমরান সিংও ১৭ বলে ২৫ রান করেন।

পরবর্তী ব্যাটসম্যান হিসাবে ক্রিজে আসেন স্যাম কুরান (Sam Curran)। ব্যাট এসেই প্রথম থেকেই দলের জন্য রান এগিয়ে নিয়ে যান তিনি। তার সাথে দিতে জিতেশ শর্মা ক্রিজে এলেও, মাত্র ৯ রান করে আউট হয়ে যান তিনি। জিতেশ আউট হওয়ার পর ক্রিজে আসেন লিয়াম লিভিংস্টোন। স্যাম কুরানের সাথে পাল্লা দিয়েই প্রথম থেকেই বড় শট খেলার প্রবণতা দেখা যাচ্ছিলো লিভিংস্টোনের মধ্যে।

শেষমেষ এই দুইজন মিলেই দলকে জয়ের দৌড়গোড়া পর্যন্ত পৌঁছে দেন। স্যাম কুরানের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৩ রান। দলের জিততে ৮ রান প্রয়োজন, এমন সময়ে খলিল আহমেদের বলে আউট হন তিনি। এরপর ব্যাট এসে শশাঙ্ক সিংও প্রথম বলেই উইকেট হারান। অবশেষে ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করেন লিভিংস্টোন। ম্যাচ শেষে ২১ বলে ৩৮ রানে নটআউট ছিলেন তিনি। এর সাথেই ২ পয়েন্ট প্রাপ্তি করে পাঞ্জাব কিংস।

পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের স্কোরকার্ড (Punjab Kings vs Delhi Capitals Match Scorecard):

দিল্লি ক্যাপিটালস: ১৭৪/৯ (২০ ওভার)

পাঞ্জাব কিংস: ১৭৭/৬ (১৯.২ ওভার)

ম্যাচটি পাঞ্জাব কিংস ৪ উইকেটে জয়লাভ করেছে।

Show Full Article
Next Story