PBKS vs DC: পান্থের প্রত্যাবর্তনে সামনে থাকবে শিখরের পাঞ্জাব, কেমন হবে দুই দলের একাদশ, দেখে নিন

গতকাল আইপিএলের (IPL 2024) উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে যাত্রা শুরু করেছে‌। এর সঙ্গেই আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে দিল্লি…

গতকাল আইপিএলের (IPL 2024) উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে যাত্রা শুরু করেছে‌। এর সঙ্গেই আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের (Delhi Capitals vs Punjab Kings Match) বিপক্ষে মাঠে নামবে। শেষ প্রস্তুতিতে দুই দলেই ইতিমধ্যে একাধিক পরিবর্তন করা হয়েছে। এবার দেখে নেওয়া যাক আজ দিল্লি এবং পাঞ্জাবের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant) ২০২২ সালের ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েন। এর ফলে দীর্ঘদিন ভারতের এই প্রতিভাবান ক্রিকেটার মাঠের বাইরে ছিলেন। এরপর ধীরে ধীরে ঋষভ নিজেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে সুস্থ করে তুলেছেন। আজ আইপিএলে দিল্লির হয়ে চোট সারিয়ে তিনি প্রথম কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে সকলের সামনে আত্মপ্রকাশ করতে চলেছেন। তাই আজ ঋষভকে নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে একটি বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে পাঞ্জাব কিংস বিগত কয়েক বছর আইপিএলে সেইভাবে পারফরম্যান্স করতে পারেনি। তবে এই বছর টুর্নামেন্টের নিলামে হর্ষল প্যাটেলকে তারা ১১ কোটি টাকার বেশি দামে দলে সই করিয়ে ইতিমধ্যেই চমক দিয়েছে। আজ পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান তরুণ ক্রিকেটারদের সঙ্গে আইপিএলের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে তাদের যাত্রা শুরু করতে চাইছে। দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের গুরুত্বপূর্ণ ম্যাচটি আজ দুপুর ৩:৩০ থেকে পাঞ্জাবের মহারাজা যাদবীন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ (Delhi Capitals Probable XI)

ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ্ব, মিচেল মার্শ, ঋষভ পান্থ (c), ট্রিস্টিয়ান স্টাবস (wk), ললিত যাদব, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মুকেশ কুমার, এনরিচ নোকিয়া

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ (Punjab Kings Probable XI)

প্রভসিমরান সিং, শিখর ধাওয়ান (c), অথর্ব তাইদে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (wk), আশুতোষ শর্মা, সিকান্দার রাজা, স্যাম কুরান, হর্ষাল প্যাটেল, আর্শদীপ সিং, কাগিসো রাবাডা।