PBKS vs MI: দু পয়েন্টের লড়াইয়ে আজ দুই পুরনো বন্ধু, কেমন হবে দুই দলের একাদশ, পিচ কেমন, জানুন
চলমান আইপিএলে (IPL 2024) প্রায় প্রতি ম্যাচেই ক্রিকেটাররা দুরন্ত পারফরমেন্স করে রেকর্ড তৈরি করছেন। আজ এই টুর্নামেন্টের...চলমান আইপিএলে (IPL 2024) প্রায় প্রতি ম্যাচেই ক্রিকেটাররা দুরন্ত পারফরমেন্স করে রেকর্ড তৈরি করছেন। আজ এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের (Punjab Kings vs Mumbai Indians match) মুখোমুখি হতে চলেছে। এই দুই দল বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে। ফলে এই ম্যাচে পাঞ্জাব এবং মুম্বাই দুই দলই বিশাল ব্যবধানে জয় তুলে নিতে চাইবে। এবার আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ এবং পিচ রিপোর্ট কী বলছে দেখে নেওয়া যাক।
পাঞ্জাব কিংস এই বছর আইপিএলে ৬ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয়লাভ করে বর্তমানে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে। শেষ ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটে হারের সম্মুখীন হয়। উল্লেখ্য আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান চোটের কারণে ম্যাচে উপস্থিত থাকবেন না। অন্যদিকে মুম্বাই চলমান টুর্নামেন্টে ৬ ম্যাচের মধ্যে ২ টি ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় নবম স্থানে আছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুরন্ত লড়াই চালায়। তবে রোহিত শর্মা শতরান করেও দলকে জয় এনে দিতে পারেননি।
আজ অর্থাৎ ১৮ এপ্রিল, বৃহস্পতিবার পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি মহারাজা যাদবীন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ থেকে মাঠে নামবে।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ (Punjab Kings probable XI):
জনি বেয়ারস্টো, অথর্ব তাইদে, প্রভসিমরান সিং, স্যাম কুরান (c), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (wk), শশাঙ্ক সিং, হারপ্রীত ব্রার, হর্ষাল প্যাটেল, আর্শদীপ সিং, কাগিসো রাবাডা, আশুতোষ শর্মা (ইমপ্যাক্ট প্লেয়ার)
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (Mumbai Indians probable XI):
রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, মহম্মদ নবী, রোমারিও শেফার্ড, শ্রেয়াস গোপাল, জসপ্রীত বুমরাহ, জেরাল্ড কোয়েটজি, আকাশ মাধওয়াল (ইমপ্যাক্ট প্লেয়ার)
পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের পিচ রিপোর্ট (Punjab Kings vs Mumbai Indians match pitch report):
মহারাজা যাদবীন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে বোলাররা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। ম্যাচে পেসারদের সঙ্গে সঙ্গে স্পিনারদেরও প্রভাব লক্ষ্য করা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই মাঠের গড় রান ১৬২। টস জয়ী দল এখানে প্রথমে বোলিং বেছে নিতে পারে। কারণ এই পিচে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করা সহজ। এখনও পর্যন্ত এই বছর আইপিএলে এখানে ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৩ ম্যাচেই প্রথমে টস জিতে দলগুলি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ২ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জয়লাভ করেছে।