IPL 2024: প্রথম দল হিসেবে এবছর জার্সি উন্মোচন করল রাজস্থান, ডিজাইনার সবার প্রিয় চাহাল
আইপিএলে (IPL) ফ্রাঞ্চাইজি দলগুলি ক্রিকেট মাঠে ভালো পারফরম্যান্স করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের একত্রিত করতে...আইপিএলে (IPL) ফ্রাঞ্চাইজি দলগুলি ক্রিকেট মাঠে ভালো পারফরম্যান্স করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের একত্রিত করতে চায়। তাই তারকা ক্রিকেটারদের দিয়ে দলগুলি সারা বছর প্রচার অভিযান চালানোর চেষ্টা করে। ২০২৪ আইপিএলের আগে সোশ্যাল মিডিয়ায় দলগুলি একাধিক বার্তার মাধ্যমে সমর্থকদের আরও উদ্বুদ্ধ করতে চাইছে। এবার সোশ্যাল মিডিয়ায় অভিনব পদ্ধতিতে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সি উন্মোচন করা হলো।
রাজস্থান রয়্যালস আইপিএলের প্রথম মরসুমেই ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তারপর এই টুর্নামেন্টের শিরোপা আর জয় করতে না পারলেও ২০২২ সালের ফাইনালে গুজরাট টাইটান্সের সঙ্গে রাজস্থান ফাইনালে জায়গা করে নিয়েছিল। তবে গত বছর সঞ্জু স্যামসনের (Sanju Samson) নেতৃত্বে টুর্নামেন্টে ১৪ ম্যাচের মধ্যে ৭ টিতে হারের সম্মুখীন হয়ে দলটি পঞ্চম স্থানে শেষ করে।
এবার ২০২৪ আইপিএলের আগে রাজস্থান অভিনব পদ্ধতিতে যুজবেন্দ্র চাহালকে সামনে রেখে তাদের নতুন জার্সি উদ্বোধন করল। প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে চাহাল নিজে থেকে একটি অদ্ভুত জার্সি তৈরি করে জস বাটলার এবং সঞ্জু স্যামসন এর মতো সতীর্থদের ছবি পাঠিয়ে মজা করছেন। তবে আসল জার্সিটিতে রাজস্থানের আইকনিক গোলাপী এবং রাজকীয় নীল রঙের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে।
এই ভিডিও সামনে আসতেই বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এবং সমর্থকরা আইপিএল শুরুর আগেই নতুন উন্মাদনায় মেতে উঠেছেন। এর সঙ্গেই আর কিছুদিন পর এই বছর আইপিএল ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে। প্রথম ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিপক্ষে মাঠে নামবে। এরপর রাজস্থান রয়্যালস ২৪ মার্চ তাদের প্রথম ম্যাচে ঘরের মাটিতে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হবে।