RR vs KKR: ব্যাটসম্যানদের আতঙ্ক নাকি বোলারদের ত্রাস, বর্ষাপারায় কেমন হবে পিচ? জানুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) শেষ লিগ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে টানা চার ম্যাচ হারের ধারা ভাঙার জন্য মরিয়া হয়ে থাকবে…

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) শেষ লিগ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে টানা চার ম্যাচ হারের ধারা ভাঙার জন্য মরিয়া হয়ে থাকবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা করে নেওয়া রয়্যালসরা টানা চার ম্যাচ হেরেছে। শেষ দুই ম্যাচে দল দেড়শ’র গণ্ডি পেরোতেও পারেনি আর এখন ইংল্যান্ডের তারকা ওপেনার জস বাটলারের প্রত্যাবর্তনের পর তার পথ আরও কঠিন হয়ে গেছে।

অন্যদিকে কেকেআরের পয়েন্ট ১৯ এবং তাদের শীর্ষে থাকা নিশ্চিত। আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল এবং তাই এক পয়েন্ট অর্জন করেছিল নাইটরা। কেকেআরের মনোবল এখন ষ তুঙ্গে। ১১ মে ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পর থেকে বৃষ্টিভেজা এই ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচ খেলেনি কেকেআর। আসুন জেনে নেওয়া যাক আগামীকাল রাজস্থান ও কলকাতা ম্যাচের পিচ কেমন হতে চলেছে।

রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স পিচ রিপোর্ট (Rajasthan Royals vs Kolkata Knight Riders Poo Pitch Report)

রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের শেষ ম্যাচটি গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। চলতি মরসুমে এখন পর্যন্ত এই মাঠে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছে। ওই ম্যাচে পিচ খুব মন্থর ছিল। লো-স্কোরিং ম্যাচ ছিল ওটা। এখানে বোলাররা অনেক সাহায্য পেয়েছে। এখন দেখার রবিবার গুয়াহাটির পিচ কেমন খেলে। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত এই মাঠে মাত্র 3 টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ২টি ব্যাটিং দল প্রথমে ব্যাট করে এবং ১ টি দল দ্বিতীয় ব্যাটিং করে ম্যাচ জিতেছে। এই পিচে ১ম ইনিংসের গড় স্কোর ১৮০ রান