RR vs RCB: অপ্রতিরোধ্য সঞ্জুদের সামনে আজ ভাঙাচোরা RCB, কেমন হবে দুই দলের একাদশ, জেনে নিন
আজ জয়পুরের সয়াই মনসিং স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Rajasthan...আজ জয়পুরের সয়াই মনসিং স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Rajasthan Royals vs Royal Challengers Bengaluru)। এটি আইপিএল ২০২৪ (IPL 2024) এর ১৯ তম ম্যাচ। এই ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৭:৩০ টায়। একদিকে ৩ টে ম্যাচে ৩ টিতে জয়লাভ করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। অন্যদিকে ৪ ম্যাচ খেলে ১ টিতে জয়লাভ করে অষ্টম স্থানে রয়েছে আরসিবি।
আবহাওয়া রিপোর্ট (Weather Report):
যেমনটা আমরা গতকাল দেখেছি এখানে বজ্রবিদ্যুতের একটি ছবি সকলের সামনে এসেছে। কিন্তু Accuweather এর মতে আজ সেরকম কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। বৃষ্টিপাতেরও কোনোরকম আশঙ্কা নেই। সন্ধ্যার তাপমাত্রা থাকবে ২৭-৩০ ডিগ্রি সেলিসিয়াস। এছাড়া আর্দ্রতার পরিমান থাকবে ২০ শতাংশ।
পিচ রিপোর্ট (Pitch Report):
জয়পুরের সয়াই মনসিং স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং এবং বোলিং দুই বিভাগের জন্যই অনুকূল। রাজস্থান এই পিচে এই মরশুমে ২ টি ম্যাচ খেলে ২ টিতেই জয়লাভ করেছে। দুইবারই তারা ১৯৩ এবং ১৮৫ রান ডিফেন্ড করেছে। এর থেকে বোঝাই যায়, সময় এগোনোর সাথে সাথে পিচও কিছুটা ধীরগতির হয়ে যেতে থাকে। বোলাররা সেইসময় সুবিধা উপলব্ধি করেন।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ (Probable XI Of RR):
যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, শুভম দুবে (ইম্প্যাক্ট), নান্দ্রে বার্গার, যুজবেন্দ্র চাহাল (ইম্প্যাক্ট), আবেশ খান, ট্রেন্ট বোল্ট।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ (Probable XI Of RCB):
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, মহীপাল লোমরর (ইম্প্যাক্ট), মায়াঙ্ক ডাগার, রিস টপলি, মহম্মদ সিরাজ, যশ দয়াল (ইম্প্যাক্ট)।